Monday, 16 December 2013

ধরা না খাইলে শিবির , ধরা খাওয়ার পর দেখি আওয়ামীলীগ :P





প্রত্যেকদিন দেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে , পেট্রোল বোমা, ককটেল ফুটানো হচ্ছে। কিন্তু এই সবের জন্য আসল ঘটনা উদঘাটন না করে সবাই মুখস্তভাবে জামায়াত-শিবিরকে দায়ী করা হচ্ছে। এই সব কাজের জন্য প্রধানত দায়ী হচ্ছে নতুন প্রজন্মের এইচ ডি বিটিভিগুলো। গত কয়েকদিনের কিছু ঘটনা দেখি। আমরা কিন্তু দোষ দিচ্ছি জামায়াত শিবিরের , কিন্তু ধরা খাওয়ার পর দেখা যাচ্ছে এই সব কাজ করতেছে আওয়ামীলীগ। 


- বিচারপতির বাড়িতে হামলার সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৩

http://www.bdtomorrow.com/newsdetail/detail/41/58726

- হিন্দুর বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক

http://www.bdtomorrow.com/newsdetail/detail/41/58710

-ফেনীতে শিবিরের মিছিল থেকে নাশকতাকারী যুবলীগ কর্মী আটক

http://www.dailysangram.com/news_details.php?news_id=133651

ফেনীতে পেট্রোল বোমা তৈরিকালে ঝলসে গেছে ৪ যুবলীগ ক্যাডার

http://awamicrime.blogspot.co.uk/2013/12/blog-post_7.html 

-খুলনায় রেলের ফিসপ্লেট খোলার সময় হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ নেতা জাহাঙ্গীর 

http://www.dailysangram.com/news_details.php?news_id=133650

-বিএনপি-জামায়াতের নামে স্লোগান দিয়ে গাড়ি ভাংচুরকালে ৩ যুবলীগ কর্মী আটক 

http://timenewsbd.com/politics/2013/10/31/14643

-বরিশালে মন্দির ও বাড়িতে আগুন দেয় ছাত্রলীগকর্মীরা!

http://awamicrime.blogspot.co.uk/2013/11/blog-post_6845.html

-Minority attack in Pabna :Some attackers seen with Tuku 

http://awamicrime.blogspot.co.uk/2013/11/some-attackers-seen-with-tuku.html 

খেয়াল আছে যখন গণজাগরণ মঞ্চ তুঙ্গে ছিলো তখন বগুড়াতে শহীদ মিনার ভেঙ্গেছিলো কিছু লোক। সবাই বললো জামায়াত শিবিরের কাজ। পরে দেখা গেলো আওয়ামীলীগ জড়িত। পরে তাকে পাগল বলে সম্বোধন করেছিল আওয়ামীলীগ। 

ভাগ্যিস এতগুলো বিটিভির মাঝে ও কিছু আসল খবর আসতেছে। যদি নিরপেক্ষভাবে যদি খবর প্রচার হত , অধিকাংশ ঘটনায় আওয়ামীলীগের লোকজন জড়িত হবে বলে প্রমাণিত হত। 


No comments:

Post a Comment