হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছে সরকারের একটি প্রতিনিধিদল।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ ছালাম এর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের দুজন সদস্যসহ তিনজন ছিলেন এ প্রতিনিধিদলে।
বৈঠকে হেফাজত আমিরের পাশপাশি অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাঈনুদ্দিন রুহি, প্রচার সম্পাদক ও আমিরের ছেলে মাওলানা আনাস আল মাদানী।
বৈঠকের ব্যাপারে মুখ খুলতে নারাজ হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদসহ হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় এমএ ছালামকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবেদীন ও গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা হেফাজত আমিরের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের আলাপ-আলোচনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ঢাকা অভিমুখে যাত্রায় হেফাজতের সম্পৃক্ত ইসলামী দলগুলো অংশগ্রহণ নিরুৎসাহিত করতে আমিরকে অনুরোধ জানান।
তবে তাদের অনুরোধের জবাবে আমির বলেন, হেফাজত সমর্থিত ইসলামী দলগুলোর অংশগ্রহণ করা না করা তাদের নিজস্ব ব্যাপার।
বৈঠক শেষে প্রতিনিধিদলটি হাটহাজারী মাদ্রসার নির্মাণাধীন জামে মসজিদের কাজ পরিদর্শন করেন।
এদিকে, দেশের রাজনৈতিক অঙ্গনে এ ক্রান্তিকালে সরকারের প্রতিনিধিদলের সঙ্গে হেফাজতে ইসলামের আমিরের বৈঠক নিয়ে হেফাজত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গছে।
No comments:
Post a Comment