Wednesday, 18 December 2013

খালেদা জিয়াকে ভারতের লোভনীয় প্রস্তাব: প্রত্যাখান করলেন খালেদা জিয়া

ভারত সরকার খালেদা জিয়াকে গতকাল মঙ্গল বার একটি প্রস্তাব দিয়েছে, ভারতীয় সাংবাদিকের একটি প্রতিনিধি দল খালেদা জিয়া এবং বিএনপির সাথে দেখা করেছে। প্রতিনিধি দলের সদস্য ছিলেন ................

১. শুভজিত রায় (ইন্ডিয়ান এক্সপ্রেস) 
২. জয়ন্ত জেকব (হিন্দুস্তান টাইমস)
৩. ইন্দ্রানী দত্ত (দ্যা হিন্দু) 
৪. গৌতম লাহিড়ি ( সংবাদ প্রতিদিন) 
৫. দেবিরুপা মিত্রা (নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস) 
৬. রায়দেন দিসৌজা (দুরদর্শন)
৭. দীপাঞ্জন রায় চৌধুরী (ইকনমিক টাইমস) 
৮. অগ্নি রায় (আনন্দ বাজার পত্রিকা) 

এছাড়া র' এর ডেপুটি চিপ এবং ইন্ডিয়ান সরকারের ডেপুটি সেক্রেটারিও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে। বিএনপির কাছে তাদের প্রস্তাব ছিল নিম্নরূপ।.....

১. দশম জাতীয় নির্বাচন মেনে নিন.
২. এই নির্বাচন পরবর্তী ৬ মাসের মধ্যে ভারত একাদশ জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্তা করবে। 
৩. একাদশ জাতীয় নির্বাচনে ভারত বিএনপিকে পৃষ্ঠপোষকতা করবে (এখন যেমন আওয়ামীলীগকে করছে) 
৪. বর্তমান জামাত নেতাদের (ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসি দিয়ে) হত্যা করা হবে এবংপরবর্তী নতুন নেতারা ভারতের পৃষ্ঠপোষকতা বা আজ্ঞাবহ হয়ে থাকবে। 
৫. বর্তমান সরকারের সাথে দ্বিপাক্ষিক যত চুক্তি আছে সব সম্পন্ন করবে। 


কিন্তু খালেদা জিয়া একটি প্রস্তাবেও রাজি হননি। এই প্রতিনিধি দল অব: জেনারেল এরশাদের সাথেও সাক্ষাৎ করেছে, তাঁকেও কিছু প্রস্তাব দেয়া হয় তবে সম্পুর্ন্ন ভিন্ন। 

১.নির্বাচন হবে ৬ মাসের ভিতর, তবে দুই লেডিকে মাইনাস করে এরশাদকে প্রাইমমিনিস্টার বানানো হবে. 
২. এর মধ্যে জামাতকে উপড়িয়ে ফেলা হবে. 
৩. এবং বিএনপি হয়ে যাবে মেরুদন্ডহীন একটি দলে আর বিএনপির অনকে নেতা-কর্মী এরশাদের সাথে যোগ দিবে। 
৪. এরশাদের উচিত হবে দেশ ত্যাগ করা এবং চুপচাপ দশম জাতীয় নির্বাচন মেনে নেয়া।

Please expose the following as widely as possible. It has to become public knowledge:

The Indian govt made a proposal to Khaleda Zia yesterday. A delegation of journalists met BNP and Khaleda Zia yesterday. They included the following people:
1. Mr. Shubhajit Roy (Indian Express)
2. Mr. Jayanth Jacob (Hindustan Times)
3. Ms. Indrani Dutta (The Hindu)
4. Mr. Gautam Lahiri (Sangbad Pratidin)
5. Ms. Devirupa Mitra (New Indian Express)
6. Mr. Royden D'Souza (Doordarshan)
7. Mr. Dipanjan Roy Chaudhury (Economic Times)
8. Mr. Agni Roy (Anand Bazar Patrika)

This delegation was a cover for two additional persons who met and spoke to Khaleda Zia. These two persons were the deputy chief of RAW and a Deputy Secretary of the govt of India. 

Their proposal to BNP was as follows:
1. accept the 10th parliament
2. India will ensure election to 11th parliament in 6 months
3. India would patronise BNP in those elections
4. Current jamaat leaders will be executed and new leadership of Jamaat will be under patronage of India
5. India will fulfil all bilateral commitments made to present govt

Khaleda Zia did not agree to the proposal. 

The same team met with Gen Ershad at CMH. But they gave a different proposal to him:

1. In next elections held within six months, both ladies would be out and Ershad as India's candidate will become PM.
2. Jamaat would be uprooted by then.
3. BNP'S backbone would be broken by then and most BNP people would join Ershad.
4. Ershad should just leave the country and quietly accept election to 10th election. 

সূত্র : ওই বৈঠকে উপস্থিত থাকা একজন দেশপ্রেমিক সাংবাদিক 

No comments:

Post a Comment