Saturday, 28 December 2013

মুন্সীগঞ্জে ২ হাজার জাতীয় পতাকা জব্দ


মুন্সীগঞ্জ: জেলার পঞ্চসার ইউনিয়নের তেলেরবিলে ২ হাজার  জাতীয় পতাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে ইউনিয়নের তেলেরবিল  দর্জি  দোকানে এসব পতাকার অর্ডার দেয়। পুলিশ সেখান থেকে পতাকাগুলো জব্দ করে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, রোববারের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যে পতাকার অর্ডার দিয়েছিলাম। পুলিশ পতাকা জব্দ করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।

মুক্তারপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, জব্দ পতাকাগুলো তাদের ফেরত দেয়া হবে।
- See more at: http://www.timenewsbd.com/holbengal/2013/12/28/20751#sthash.a0eW20ql.dpuf

No comments:

Post a Comment