ফরিদপুরের বোয়ালখালীতে বিএনপির ঢাকা অভিযাত্রা কর্মসূচির জন্য তৈরি করা ৪৫টি জাতীয় পতাকা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় তিন দর্জিকে। পরে তাঁরা 'আর জাতীয় পতাকা তৈরি করব না' এ ধরনের মুচলেকা দিয়ে ছাড়া পান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন কালের কণ্ঠকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরের স্টেশন রোডের বাগচী বস্ত্র বিতানের ইয়াছিন মোল্লা ও তালতলা এলাকার অলোক শীলের দোকান থেকে ৪৫টি জাতীয় পতাকা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ইয়াছিন মোল্লা (৫২), তাঁর সহকারী সুমন রায় (২৫) ও দর্জি অলোক শীলকে (৪২)। পরে এ কর্মসূচির জন্য আর কোনো পতাকা তৈরি করবে না বলে মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/news/2013/12/28/35524#sthash.t6PDGFKN.dpuf
No comments:
Post a Comment