Sunday, 29 December 2013

প্রেসক্লাবে আ.লীগের হামলা


ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপিপন্থী সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পুলিশকে তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। হামলাকারী কোনো আওয়ামী লীগ কর্মীকে তারা আটকও করেননি।

এ সময় আওয়ামী লীগ কর্মীরা লাঠি নিয়ে প্রেসক্লাবের বাইরে অবস্থান করে। ভেতরে থাকা বিএনপিপন্থী সাংবাদিকদের লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে।

 
জানা যায়, অতর্কিত এ হামলা চালানোর চেষ্টা করা হয়। প্রেসক্লাবের ভেতরে বিএনপি পন্থী সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হন তারা। ভেতরে আওয়ামী লীগ কর্মীরা ঢুকে পড়তে চাইলে সাংবাদিকরা তা প্রতিহত করেন। ফলে তারা বাইরে থেকেই ভেতরে ইট ছুঁড়তে থাকে। প্রায় ১৫ মিনিট ধরে এ অবস্থা বিরাজ করে প্রেসক্লাব এলাকায়।

এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এ এলাকার পরিস্থিতি।

http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzEyXzI5LTc3LTY5Nzk1

No comments:

Post a Comment