I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Tuesday, 2 April 2013
হেফাজতে ইসলামের আন্দোলনে নিজের কষ্টে অর্জিত সঞ্চয় ও মেয়ের ভর্তির টাকা দান করে দিলেন দরিদ্র রিক্সাচালক
আল্লাহ ও নবী করিম (স:) এর বিরুদ্বে কুটুক্তিকারী ধর্ম বিদ্বেষী ও দেশদ্রোহী নাস্তিক ব্লগারদের বিরুদ্বে সর্বাত্মক আন্দোলনে জড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরের মানুষ ..নিজেরা লংমার্চে যেতে না পারলে ও যে যেভাবে পারছে নিজেদের ক্ষুদ্র সামর্থ দিয়ে হলে ও অংশগ্রহন করছে ৬ ই এপ্রিলের লংমার্চে ..সেই রকমই একজন হলেন কুমিল্লার একজন দরিদ্র রিকশা চালক ..আরিফ হোসেন (ছদ্মনাম) নামের একজন খেটে খাওয়া রিকশা চালক , যার নুন আনতে পান্তা পুরার মত অবস্থা ..সারা দিন রিক্সা চালিয়ে কোনো মতে সংসারের ২ বেলা রোজগারের ব্যবস্থা করেন ..কিন্তু এরই মাঝে নিজের একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা জমান নিজের স্ত্রীর কাছে ...স্বামী স্ত্রী এই টাকা দিয়ে একমাত্র মেয়েকে স্কুলে ভর্তি করবেন বলে স্বপ্ন দেখতে লাগলেন
কিন্তু নাস্তিকদের আল্লাহ ও প্রিয় নবী সম্পর্কে কটুক্তির কথা শুনে এবং তাদের বিরুদ্বে হেফাজতে ইসলামের আন্দোলন শুনে স্থির থাকতে পারলো না ...সারা দিনের জন্য ভাড়া নেওয়া রিক্সা দিনের অর্ধেক চালিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে ...নিজের তিলে তিলে সঞ্চিত টাকা চাইলেন স্ত্রীর কাছে ..স্ত্রী জিগ্গেস করলো মেয়েকে কি স্কুলে ভর্তি করাইবা ? পাশের রুম থেকে মেয়ে এসে বাবার গলা জড়িয়ে ধরে বললো বাবা আমি কি স্কুলে যাবো ..আরিফ হোসেন মেয়ের কথা পাশ কাটিয়ে মেয়েকে আগামী সেশনে স্কুলে ভর্তি করাবেন ও স্ত্রীকে নাস্তিকদের সম্পর্কে বললেন এবং জমানো ১০ হাজার টাকা হেফাজতে ইসলামের আন্দোলনের জন্য দান করবেন ..স্ত্রী ও নাস্তিকদের এই অপকর্ম শুনে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন এবং নিজের বিয়ের সময় স্বামীর দেওয়া নাকফুল ও ১০ হাজার টাকার সাথে দান করে দিলেন আর নাস্তিকদের ফাসি দাবি করেছেন ...আর স্বামী স্ত্রী বলছিলেন আমরা শুধু নাস্তিকদের ফাসি চাই ..তাদের বিরুদ্বে কঠোর শাস্তি দেখে আমাদের মৃত্যু হয় ..আগ বাড়িয়ে মনির আরো বললো আমি তো ঢাকা যেতে পারবো না কিন্তু যারা বাস বা ট্রেন স্টেশনে যাবেন তাদেরকে আমি বিনা ভাড়ায় স্টেশনে নিয়ে যাবো ...সুবহানাল্লাহ .. ইসলামের প্রাথমিক অবস্থায় সাহাবীরা যেভাবে ইসলামের জন্য আর্থিক ও শারীরিকভাবে ত্যাগ প্রদর্শন করলো এই দরিদ্র স্বামী স্ত্রী।
প্রিয় ভাই ও বোনেরা দেখুন একজন গরিব মানুষ যিনি আল্লাহর কাছে সত্যিই ধনী , নাস্তিকদের শাস্তির জন্য নিজের কষ্টে অর্জিত সব সঞ্চয় ইসলামের জন্য দান করে দিলো ..তাহলে আমার আপনার মত স্বচ্ছলেরা কেন লংমার্চে অংশগ্রহণ থেকে পিছিয়ে পড়ব ? আসুন নাস্তিকদের কঠোর শাস্তির দাবিতে আর্থিক ও শারীরিকভাবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিই ..
Labels:
হেফাজতের উপর গণহত্যা
Subscribe to:
Post Comments (Atom)
আমাদের সবাইকে জান ও মাল দিয়ে লড়তে হবে।
ReplyDeletevai rickshaw chalok.. salut tomai...
ReplyDelete