I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Thursday, 25 April 2013
আসেন দলে দলে কবিতা আবৃতি করি ..আর ফানি টম থেকে আবৃতি শুনি
আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে,
সেতু করার আশা দিয়ে বিশ্ব ব্যাংক ডাকে
গাড়ি নিয়ে যাবে আবুল, কালকিনি বাড়ি
সিনা উঁচু করে দিবে, পদ্মা সেতু পাড়ি
পার হয়ে যায় দিন পার হয় রাত,
আচমকা বিনা মেঘে যেন বজ্রপাত,
কমিশন চেয়ে আবুল করলো কি ভুল,
টাকা দিবেনা বিশ্ব ব্যাংক, একী হুলুস্থুলল
গ্যাঁকগ্যাঁক করে উঠে সুরঞ্জিতের ঝাঁক,
রাতে উঠে থেকে থেকে ওবায়দুলের হাঁক
তীরে তীরে ছেলেপেলে টিফিনের কালে,
গামছায় সুধা ভরি সদনেতে ঢালে
সকালে বিকালে কভু বাজার হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা চাঁদার টাকা তুলে
সারা দেশে লীগে লীগে পড়ে যায় সাড়া,
প্রয়োজনে কিডনি নাকি বেচে দিবে তারা
পেটের শিশুটিও কান করে খাড়া,
ভূমিষ্ঠ হইয়া বলে,
এ কোন আজব দেশে জন্মিলাম খোদা ।
Labels:
আওয়ামী দুঃশাসন,
ফান পোস্ট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment