Tuesday, 2 April 2013

চিনে নিন বিশ্বের সেরা কজন ব্যক্তিকে,যারা উচ্চ শিক্ষা ছাড়াই এই বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে

কে বলেছে এই আধুনিক যুগে সফলতা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী লাগে ....এই পৃথিবী পরিবর্তন করতে ডিগ্রী লাগবে এমন কোনো বাধ্যবাদকতা নেই ......আজ আপনাদেরকে এমন কয়েকজন লোকের সাথে পরিচয় করে দিবো যারা কলেজের প্রথাগত ডিগ্রী ছাড়া ও তাদের অবিরাম প্রচেষ্টার ফলে জীবনে সফলতা অর্জন করেছে   


১..বিল গেটস : উপরের ছবিতে যাকে দেখছেন , উনি হলেন বিলগেটস .....সেট (SAT) পরীক্ষায় ১৫৯০ স্কোর করার পর এই লাজুক বালক নামিদামি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ..কিন্তু অদ্ভুত পরিস্থিতির কারণে এই বালকটি তার পড়ালেখা শেষ করতে পারেন নি ....হ্যা আমি বিলগেটসের কথাই বলছি , এবং অদ্বুদ পরিস্থিতি ছিলো আজকের দিনের মাইক্রোসফট . 



২) স্টিভ জবস নতুন কিছু আবিস্কার করাই নেতা আর অনুসারীর মাঝে পার্থক্য ...আইপ্যাড , আইফোন , আইপড এর পিছনের জাদুকর হচ্ছেন এই রকম একজন নেতা যার নাম স্টিভ জবস ...১৯৭২ সালে অর্থের অভাবে কোর্স শুরু করার আট মাসের মাথায় স্টিভ জবস রিড কলেজ থেকে বাদ পড়েন ... 



৩) মার্ক জুকারবার্গ : নিজের দিকে তাকান , আর দেখেন ফেসবুক আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে ...হ্যাকিং আর জাঙ্ক ফুডে আসক্ত মার্ক জুকারবার্গ কির্কল্যান্ড হাউস নামের একটি সোশাল নেটওয়ার্ক সাইট চালু করেন ...পরে যেটি মাল্টি বিলিয়নের কর্পোরেট জায়ান্টে পরিনত হয় ..ফেসবুকের অসাধারণ সফলতার কারণে জুকারবার্গ পড়ালেখা ছেড়ে দেন এবং বিশ্বের মাঝে সেরা কনিষ্ঠ বিলিযনারিতে পরিনত হন ... 



৪ ) মাইকেল ডেল : ডেল কম্পিউটার কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও ....এই ব্যবসা তাকে বিশ্বের একজন ধনী লোকে পরিনত করে ..টেক্সাস ইউনিভার্সিটিতে পড়ার সময় ডেল কোম্পানি চালু করেন এবং সফলতার মুখ দেখেন ...ব্যবসায়ে ফুলটাইম দেখাশুনার জন্য মিস্টার ডেলকে পড়াশোনা ছাড়তে হয় ... 



৫ ) টেড টার্নার : কেবল টিভি নেটওয়ার্ক সিএনএন এর প্রতিষ্ঠাতা ....টার্নার ব্রাউন ইউনিভার্সিটির অর্থনীতির ছাত্র ছিলেন ...বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হলের রুমে মেয়ে বান্দ্ববি নিয়ে আসার কারণে বহিস্কৃত হন ... 



৬) জেমস ক্যামেরুন : আপনি কি বিশ্বাস করেন হলিউডের এই সম্রাট একদিন ট্রাক ড্রাইভার ছিলো ..ভবিষ্যত অনিশ্চিত ভেবে ফুলার্টন কলেজ ত্যাগ করে ফিল্ম টেকনোলজিতে গবেষনায় ব্যস্ত হয়ে পড়েন ...ক্যামেরুনকে বর্তমানে হলিউডের সাইন্স ফিকশন মুভির প্রবর্তক বলা হয় ...তার মুভি টাইটানিক প্রফিট ১.৮ বিলিয়ন আর আভাটর ২.৭ বিলিয়ন , যা সর্বকালের সর্ব শ্রেষ্ট মুনাফা অর্জনকারী ছবি ... 



৭ ) টম হাংক : হলিউডের এই মহারাজ অভিনেতার স্বপ্ন ছিলেন জোর্তিবিদ হবেন ..কিন্তু অংকে কাঁচা বলে কলেজ ত্যাগ করে থিয়েটারে যোগ দেন ...১৯৭৯ থেকে এই অভিনেতা নিজেকে অভিনয় , লিখনি এবং পরিচালনার অগ্রদূত হিসাবে প্রতিষ্টিত করেন ... 

(বি দ্র : কেউ আবার এদের সফলতা দেখে নিজের পড়ালেখা ছেড়ে দিবেন না )   

No comments:

Post a Comment