Tuesday, 2 April 2013

জামায়াত শিবির না থাকলে বাংলাদেশে চুলকানি ব্যারাম মহামারী আকারে ধারণ করতো



ফেসবুকে এই ব্লগের একজন ব্লগার আর আমার ফেবু বন্ধু , ফেসবুকে আমাকে এই ছবিটি ট্যাগ করেছিলো , ছবির ক্যাপশনে লেখা , যে এই ছবিতে শিবিরের ছেলেরা পাকিস্তানি জার্সি পড়েছে তাই তারা পাকিস্তানি হয়ে গেছে .......আমি একটি কমেন্ট কর্লাম , ভাই বাংলাদেশে এখন ভালো চর্ম রোগের ডাক্তার আছে , প্রতিউত্তরে উনি লিখলো , আপনি কি চর্মরোগ ডাক্তারের নিয়মিত কাস্টমার ? আমি বল্লাম না আমার চর্মরোগের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই .আমি এই রোগে ভুগি ও না , তবে আপনার যে শিবির নিয়ে চুলকানি আছে সেটা সত্যি আর তাড়াতাড়ি ডাক্তার দেখান , নাহলে চুলকানি বেড়ে গিয়ে চুলকাতে চুলকাতে ঘা করে ফেলবেন ..... 

কি রকম চুলকানি থাকলে এই রকম কথা লিখে , আমরা যখন ছোট ছিলাম তখন যে দলকে সাপোর্ট করতাম , সেই দলের জার্সি কিনতাম ......আমাদের দেশে ফুটবল বিশ্বকাপের সময় ব্রাজিল , আর্জেন্টিনার পতাকা উড়ে ,বা মানুষ জার্সি পরে , তাহলে কি আমাদের দেশ আর্জেন্টিনা ব্রাজিল হয়ে গেছে ? 

গত হরতালের সময় বিএনপির কিছু সমর্থক ও মিডিয়া , জামায়াত কেন মাঠে ছিলো না , এইটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ...... আচ্ছা জামায়াত তো বিএনপির চেয়ে একটি ক্ষুদ্র দল , বিএনপির নেতা বা কর্মীরা নয়া পল্টনের বিএনপির অফিসের সামনে ছাড়া আর কোথাও কি জোরালো ভাবে ছিলো ? 

আজকের হরতালের একটি ছবি বিএনপি অফিসের সামনে 



বিএনপির নেতারা বইসা আছে রিলাক্সে .......একটি মিছিল করার ও উদ্যেগ নাই ...নাকি চিপ হুইপ ফারুকের মত ডান্ডার বাড়ি খাওয়ার ভয়ে চেয়ার থেকে উঠতে মন চায় না ....... তাই জামায়াত শিবিরকে মাঠে চান আপনারা , বেটারা ইসলামিক আন্দোলন করে , তাই পুলিশের সব ডান্ডার বাড়ি তারাই খাক ..আর আপনারা অফিসের সামনে বসে তিন কেজি ওজনের একেকটা আন্ডা পাড়েন. .নেতাগিরি করবেন , আন্দোলনের ফসল নিজেদের ঘরে উঠাবেন , ডান্ডার বাড়ি খাবেন না , তাহলে রাজনীতি করেন ক্যান ? বাসায় থেকে বউ বাচ্চারে সময় দেন .......পোলাপাইন আব্বু আব্বু ডাকুক B- 

বিএনপির প্রধান অঙ্গসংগঠন , যেই সংগঠন , আমান , পিন্টু , এনির মত নেতার জন্ম দিয়েছে , আজকে ৪১ বছর বয়স্ক একজনকে দ্বায়িত দেওয়ার ফলে হরতালে একটা মিছিল তো দুরের কথা উল্টা পুলিশের ভয়ে পালাচ্ছে .. 




কিন্তু আজকে ও ঢাকাতে শিবিরকে এতো নির্যাতনের পরে ও মাঠে ছিলো  

তাহলে বিএনপি যেখানে স্ট্রংলি মাঠে নাই সেইখানে জামায়াতকে চাচ্ছে ক্যানো ? তবে বিএনপির জন্য সুখবর যে , জনগণ এই হর্তালগুলো সফল করে দিচ্ছে ........ 

আর আমাদের সুযোগ সন্দ্বানি মিডিয়া , যাদের হাই প্রেসারের চুলকানি আছে , তারা তো আছেই জামায়াতের বিরুদ্বে কিছু একটা লেখার সুযোগ বের করতে ...নাহলে তো খাবার হজম হবে না , পরে চর্মরোগের ডাক্তারের সাথে সাথে পেটের ডাক্তার ও দেখাতে হবে   . হরতালে যদি আম্লিক কোনো অপকর্ম ঘটায় , সিন্ডিকেট সাংবাদিকতার মাধ্যমে জামায়াত শিবিরকে দায়ী করে পরের দিন লাল কালিতে হেডিং বানাবে ,লিখবে জামায়াত শিবিরের হামলায় ২ পুলিশ নিহত  ......... হয়তো আপনাদের খেয়াল আছে গত ফেব্রুয়ারী মাসে বিএনপির মুক্তিযোদ্বা সমাবেশ বানচাল করতে পুলিশ যুবলীগ ঢাকার রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে , পরে সকল মিডিয়া জামায়াতের দোষ দিয়েছিলো ..... 

এই হলো মিডিয়া , আর এই হলো কিছু পাবলিকের চুলকানি ........ এখন জামায়াত মাঠে থাকলে ও দোষ না থাকলে ও দোষ ........তবে সুখের কথা হলো , আজকে পাবলিকের চুলকানি কমার কথা , কারণ মাঠে আজকে বিএনপির চেয়ে ভালো ভাবেই জামায়াত শিবির ছিলো  

No comments:

Post a Comment