ফলে একটি সূত্র মতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড) ক্ষতি ২৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আওয়ামী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রাইভেট কুইক রেন্টাল কম্পানি থেকে বেশি দামে বিদ্যুত্ কিনে তা কম দামে বিক্রি করায় প্রতি বছর বিপিডিবি-র ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।
কুইক রেন্টাল সিসটেমে যারা জড়িত তাদের মধ্যে নাম এসেছে মন্ত্রী (এবং প্রধানমন্ত্রীর আত্মীয়) কর্ণেল ফারুক খান ও আজিজ গ্রুপ, গার্মেন্টস রফতানিকারক মোহাম্মদী গ্রুপ, ফার্নিচার বিক্রেতা অটবি গ্রুপ, সালমান রহমানের বেক্সিমকো গ্রুপ ইত্যাদি।
৪) ট্রানজিটের নামে দেশের সার্ভভৌমত্ব হুমকিতে ফেলা এবং নদী ও রাস্তাঘাট ধ্বংস করা ..
২০১০ সাল থেকেই আশুগঞ্জ-আখাউড়া স্থলপথে ইনডিয়া ট্রানজিট সুবিধা নেয়। ইনডিয়ানরা তাদের হেভি লরি চলাচলের জন্য ১৬টি কালভার্ট বন্ধ করে দেয় এবং তিতাস নদীর দুটি স্থানে পানি প্রবাহ বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলে গুরুতর পরিবেশ বিপর্যয় ঘটে।
৫) শেয়ারবাজার কেলেঙ্কারী :
২০১০-এর শেষাংশে শেয়ার বাজার কেলেঙ্কারিতে একটি হিসেবে দেশের ৩৩ লক্ষ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। যদি প্রতিটি বিনিয়োগকারীর পেছনে পাঁচজন আত্মীয়-বন্ধু সেকেন্ডারি বিনিয়োগকারী থাকে তাহলে দেশে মোট ক্ষতিগ্রস্তের সংখ্যা হবে এক কোটি ৬৫ লক্ষ। অর্থাত্ দেশের এক দশমাংশ জনসংখ্যার কিছু বেশি।
ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যান। দিশাহারা বিনিয়োগকারীরা মতিঝিলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করলে প্রধানমন্ত্রীর অথনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ‘ওরা দেশের শত্রু। সমাজের শত্রু। ওদের জন্য মাথা ঘামানোর কোনো কারণ নেই। তাদের কষ্টে আমার মন কাঁদে না। শেয়ারবাজার ধসে সরকারের মাথাব্যথার কিছু নেই। কারণ শেয়ারবাজারে পুঁজি প্রকৃত বিনিয়োগে যায় না... শেয়ারবাজারে বিনিয়োগকারীরা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না।’ (আমার দেশ ২১.০১.২০১১)
অর্থমন্ত্রী এএমএ মুহিত এক পর্যায়ে সংসদে বলেন, ‘আমি জানি আমি দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।’
এই কেলেঙ্কারিতে যারা জড়িত বলে অভিযোগ উঠেছে তাদের মধ্যে আছেন, ম্যানপাওয়ার বিজনেস খ্যাত জনৈক আওয়ামী এমপি এবং শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের সেই সময়ের বন্ধু ও বর্তমানে “দরবেশ” রূপে খ্যাত ব্যক্তি, প্রমুখ।
৬) মিরসরাই ট্রাজেডি :
১১ ডিসেম্বর ২০১১-তে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আদিষ্ট হয় চট্টগ্রামের মিরসরাইতে কিছু স্কুল ছাত্র। ওই টুর্নামেন্টে অংশ নিতে যাবার পথে ট্রাক উল্টে ৫৩ স্কুল ছাত্রের মৃত্যু হয়।
৭) ডেসটিনি ও বিভিন্ন এমএল কোম্পানির দুর্নীতি:
দীর্ঘকাল জুড়ে বিভিন্ন দিক থেকে মালটি লেভেল মার্কেটিং (এমএলএম) কম্পানি ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে আওয়ামী সরকারকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। সম্ভাব্য কারণ ছিল, এই গ্রুপের প্রেসিডেন্ট পদে ছিলেন অন্যতম সেক্টর কমান্ডার ও কট্টর আওয়ামীপন্থী রূপে পরিচিত সাবেক সেনা প্রধান লে: জে: হারুন-অর-রশিদ।
অবশেষে ১১ জুলাই ২০১২-তে দুদক বাধ্য হয় পদক্ষেপ নিতে। ডেসটিনির ৩,২৮৫ কোটি টাকা মানি লন্ডারিং ও আত্মসাতের মামলায় জেনারেল হারুনকে টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক তদন্ত টিম। ওই তদন্তে দুদক জানতে চায় জেনারেল হারুনের ব্যাংক একাউন্টে ২০ কোটি টাকা ঢুকলো কিভাবে? উত্তরে হারুন বলেন, ‘মাসিক সম্মানী, ডিভিডেন্ড ফান্ড, এলাউন্স, কমিশন বাবদ এই টাকা আমার একাউন্টে ঢুকেছে। এছাড়া কিছু টাকা বাড়ি ভাড়া থেকেও এসেছে।’ (যুগান্তর ৫.১১.২০১২)
ডেসটিনি ছাড়া আরো ত্রিশটির বেশি এমএলএম কম্পানি অবাধে মানুষকে প্রতারণা করার সুযোগ পায় আওয়ামী সরকার শাসনে। এসব কম্পানির মধ্যে রয়েছে ইউনিপে টু ইউ, সাকসেস লিংক, গ্লোবাল নিউওয়ে, প্রভৃতি। দুদকের তদন্ত অনুযায়ী, কয়েকটি এমএলএম প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে সংগ্রহ করেছে ৪,৯৬৩ কোটি টাকার কিছু বেশি এবং এর মধ্যে ব্যক্তিগত একাউন্টে সরিয়ে ফেলা হয়েছিল প্রায় ৪,৬০১ কোটি টাকা। (প্রথম আলো ৯.৯.২০১২)।
৮) হলমার্ক দুর্নীতির কেলেঙ্কারী :
আগস্ট ২০১২-তে বিভিন্ন পত্রিকায় হলমার্ক গ্রুপের জালিয়াতির খবর প্রকাশিত হতে থাকে। জানা যায় সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের শেরাটন হোটেল ব্রাঞ্চে (বর্তমানে শেখ হাসিনার দেয়া নাম রূপসী বাংলা হোটেল) বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুশ্রী অর্থনৈতিক কেলেংকারির পরিমাণ ৩,৬০৬ কোটি ৪৮ লাখ বা প্রায় ৪,০০০ কোটি টাকা। এর মধ্যে হলমার্ক একাই নিয়েছে প্রায় ২,৬৬৮ কোটি টাকা। একটি ব্যাংকের একটি ব্রাঞ্চে একটি কম্পানির এই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা আর কোথাও ঘটেছে বলে ব্যাংকিং খাতের কেউ বলতে পারেন নি। বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও অঙ্কের বিচারে এটি সর্ববৃহত্। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটিই ব্যাংকিং খাতে বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। (প্রথম আলো ৫.৯.২০১২)।
এরপর এক গোলটেবিল অনুষ্ঠানে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী মুহিত বলেন,‘ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। এর মধ্যে মাত্র তিন বা চার হাজার কোটি টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এটা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এ নিয়ে হইচই করারও কিছু নেই।সংবাদমাধ্যমে এটা নিয়ে অতিরিক্ত প্রচারণা করে দেশের ক্ষতি করছে। এমন ভাব যেন দেশের ব্যাংকিং সেক্টর ধসে গেছে। এতে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’
তানভীরের সঙ্গে প্রতিমন্ত্রী রিটায়ার্ড ক্যাপ্টেন তাজুল ইসলাম ও আওয়ামী এমপি ওবায়দুল মুকতাদিরের সম্পর্ক বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়। লায়েকুজ্জামান ও জাবেদ রহিম বিজনের দুটি রিপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নামটি অপ্রকাশিত থাকে। পরবর্তী সময়ে এই নামটিও প্রকাশিত হয়। তিনি ছিলেন চোখের ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী এবং তিনি স্বীকার করেন শেরাটনের সোনালী ব্যাংক ব্রাঞ্চে তার যাতায়াত ছিল।
৯) তাজরীন ফ্যাশনে আগুন ও ১২০ জন অগ্নিদগ্ব হয়ে নিহত :
২৪ নভেম্বর ২০১২-তে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের গার্মেন্টস কারখানায় আগুন লেগে ১১১ কর্মী পুড়ে মারা যায়। তাজরীনের ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন একজন সরকার সমর্থক ব্যক্তি রূপে পরিচিত।
১০) বদ্দারহাট ফ্লাইওভার ধ্বস :
দুই দিন পরেই ২৬ নভেম্বর ২০১২-তে চট্টগ্রামে বহদ্দার পুকুর পাড়ে নির্মীয়মান ফ্লাইওভারের গার্ডার ধ্বসে ১৫ জন নিহত হয়। প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু-র মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাকটো পারিসা লিমিটেড এবং মীর আক্তার কনসট্রাকশন দুটি ফার্ম যুগ্মভাবে এই ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পেয়েছিল।
১১) পদ্মাসেতুর দুর্নীতি :
১১ জানুয়ারি ২০১৩-তে ওয়ার্ল্ড ব্যাংক চূড়ান্তভাবে জানিয়ে দেয় আওয়ামী সরকারের দুর্নীতির কারণে তারা পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে না। ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক যখন এই অভিযোগটি আনে, তখন বহু গড়িমসির পরে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেন। কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ তাকে ‘দেশপ্রেমিক’ রূপে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। আবুল হোসেন ইতিমধ্যে শেখ হাসিনার ছবিসহ তিনটি বড় বিলবোর্ড স্থাপন করেন ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর সচিবালয় পর্যন্ত, যেখানে শেখ হাসিনার স্তুতি বড় অক্ষরে দেখানো হয়েছে। পদ্মা সেতু দুর্নীতিতে আওয়ামী সরকারের অন্যান্য কারা জড়িত ছিলেন সে বিষয়ে গুঞ্জন শোনা গেলেও মেইনস্টৃম পত্রিকায় অসমর্থিত থেকে যায়।
১২) সাভারের রানা প্লাজার ট্রাজেডি :
আওয়ামীলীগ নেতা রানার ভবন ধসে পড়ে সরকারী হিসাবে নিহত হয় ৪০০ জন শ্রমিক ..কিন্তু আজকে বৃটেনের দৈনিক টেলিগ্রাফের মতে প্রায় ১২০০ জন শ্রমিক মারা যায় ...
ইনডিয়ার ভূপাল, মধ্যপ্রদেশে, ইউনিয়ন কারবাইড ফ্যাকটরিতে গ্যাস লিকেজের ফলে ২ ডিসেম্বর ১৯৮৪ দিবাগত রাতে যে দুর্ঘটনাটি ঘটেছিল, এখন পর্যন্ত সেটাই বিশ্বের সবচেয়ে বড় ইনডাস্টৃয়াল অ্যাকসিডেন্ট। এ মুহূর্তে ওয়ার্ল্ড মিডিয়া মনে করছে সাভার দুর্ঘটনা তার পরেই দ্বিতীয় স্থানটি অধিকার করবে। শেখ হাসিনার উৎসাহে সরকারের বহু ট্যাকটিকস সত্ত্বেও সুন্দরবনকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম করা সম্ভব হয়নি। কিন্তু এখন অতি সহজেই বাংলাদেশ যে একটি বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌছালো তার জন্য হাসিনা সরকার কৃতিত্ব দাবি করতে পারে ..
১৩) এমপি শাওনের হাতে ইব্রাহীম হত্যাকান্ড:
গত ১৩ আগস্ট সন্ধ্যায় এমপি শাওনের লাইসেন্সকৃত পিস্তলের গুলিতে যুবলীগকর্মী ইব্রাহীমের মৃত্যু হয়। প্রথমে এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে এমপি শাওনের গাড়িচালক কালা থানায় অপমৃত্যুর মামলা করে। পরে তদন্তে বেরিয়ে আসে এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। একপর্যায়ে কালা ও এমপি শাওনের পিএস সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে কালা পিস্তল নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে তার হাত থেকেই গুলি বেরিয়ে ইব্রাহীমের শরীরে বিদ্ধ হয় বলে স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
১৪) নাটোরে ক্যামেরার সামনে চেয়ারম্যান সানাউল্লাহ বাবুর হত্যা:
৮ অক্টোবর শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিএনপির সমাবেশে সরকার দলীয় ক্যাডাররা হামলা চালিয়ে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ হামলায় তিনজন সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়।
কিন্তু তার পরে হাসিনা সাভারের রানার মত বলেছিলেন আওয়ামীলীগের কেউ নাকি এই হত্যাকান্ডে জড়িত ছিল না
কিন্তু ভিডিও কি বলে ? সবাই লীগের দলীয় কর্মী
১৫) সীমান্ত হত্যাকাণ্ডে নীরবতা:
আমরা কেউই ফেলানির কথা ভুলিনি ..যাকে হায়েনা বিএসএফ খুন করে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল ...দেয়নি একটি পানি ..এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশীদের খুন ও নির্যাতন করছে বিএসএফ .
মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্টে সীমান্ত হত্যাকান্ড নিয়ে বিস্তারিত দেখুন
১৬) ইডেন কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যবসা :
গত ১৩ ই মার্চ ২০১০ ছাত্রলীগের দুইগ্রুপে দেহব্যবসা নিয়ে সংঘর্ষ হয় ... খবরে প্রকাশ....
দীর্ঘদিন ধরেই ছাত্রীদের জোরপূর্বক ছাত্রলীগ, যুবলীগ নেতাদের বাসায় নেয়া ছাড়াও রাজধানীর কাকরাইল, গুলিস্তান, এলিফেন্ট রোড, মালিবাগ, মতিঝিল, মোহাম্মদপুর, নাখালপাড়া, মীরপুরের আবাসিক হোটেলগুলোতে সংগঠনের জুনিয়র কর্মী ছাড়াও প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের বাধ্য করে নিয়ে যাওয়া হতো।
একটি পক্ষ বলছে, কলেজের সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন তানিয়াসহ কয়েকজন প্রথম সারির নেত্রী ছাত্রীদের দিয়ে দেহব্যবসা ও ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত। আবার সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ বলছে, যারা ছাত্রীদের দিয়ে দেহব্যবসা করায় তার প্রতিবাদ করায়ই আমাদের ওপর হামলা হয়েছে।
১৭) সাংবাদিক দলন ও সাগর রুনি হত্যাকান্ড
২য় বারের মত গ্রেপ্তার করে মাহমুদুর রহমানকে
সাগর রুনি হত্যার কোনো বিচার হয়নি ...
বন্ধ করে দেয় সোনারবাংলাদেশ ব্লগ
গ্রেপ্তার করে মডারেটরকে
বন্ধ করে দেয় ফেসবুক , ইউটিউব , বাশেরকেল্লা সহ ফেসবুকের অনেক পেইজ
১৮) ছাত্রলীগের প্রশ্রয়ে দেশব্যাপী ইভটিজিং:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৭ ছাত্রলীগ কর্মীকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মহিলা পুলিশকে ছাত্রলীগের যৌন হয়রানি : আ.লীগ নেতাদের চাপে দোষীদের ছেড়ে দেয়ায় রাজশাহী পুলিশে ক্ষোভ .....
এই রকম হাজারো যৌন নিপীড়ন করে ছাত্রলীগ ..অবৈধ যৌনকর্ম করে ভিডিও ছেড়ে দেয় বাজারে। ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারান যুবলীগ নেতা .
১৯) চৌধুরী আলম ও ইলিয়াস আলী গুম:
এই সরকারের আমলে বিএনপি নেতা ইলিয়াস আলী , চৌধুরী আলম , রফিকুল ইসলাম , শিবির নেতা ওয়ালিউল্লাহ ও নাম না জানা অনেকেই গুম করে এই সরকার
২০) বিশ্বজিৎ হত্যাকাণ্ড:
শিবির সন্দেহে খুন করে বিশ্বজিতকে ছাত্রলীগ
২১) ছাত্রলীগ থেকে পুলিশে গোপন নিয়োগ:
কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেয়া হয়েছে। বিরোধী মতের লোকজনকে দমন-পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার।
২২) বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা:
দেশের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা নাজুক .শহর বেড়িয়ে গ্রামঞ্চলে আরো বেশি খারাপ ..যানজটের কারণে ঢাকা শহরে মানুষের নাভিশ্বাস ..
২৩) দ্রব্যমূল্যের উর্ধগতি:
১০ টাকায় চাল খাওয়াবার কথা বলে ক্ষমতায় আসে হাসিনা
কিন্তু এখন ২৫০ গ্রাম চাল ও পাওয়া যাচ্ছে না ..৩ টাকার ডিম হয়েছে ১০ টাকা ..
এই নিয়ে দেখুন এক মহিলার জ্বালাময়ী বক্তব্য
মহিলা বলেছেন হাসিনা নাকি মাথার উপ্রে উঠেছে ...আল্লাহ এখনো এই মহিলার বিরুদ্বে যুদ্বপরাধি বিচার বানচাল অথবা নিজেই যুদ্বপরাধি হিসাবে মামলা হয়নি , এটাই তো বিস্ময়
২৪) আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি :
গত ৩১ মাসে দেশে খুন হয়েছে ১০ হাজার ৪০৬ জন, ডাকাতি হয়েছে ১ হাজার ৮০৭টি, দস্যুতা ২ হাজার ৯৭২টি এবং চুরি হয়েছে ২২ হাজার ৮০৩টি। এর মধ্যে ২০০৯ সালে ডাকাতি ৭৬৪, দস্যুতা ১২৯৮, খুন ৪২১৯ এবং চুরির ঘটনা ঘটেছে ৯১৭১টি এবং ২০১০ সালে ডাকাতি ৬৫৬, দস্যুতা ১০৫৯, খুন ৩৯৮৮ এবং চুরির ঘটনা ঘটেছে ৮৫২৯টি। আর এ বছরের জানুয়ারিতে দেশে ডাকাতি হয়েছে ৬৯টি, দুস্যতা ৯৩টি, খুন ২৭৮টি এবং চুরি ৭৭৮ টি। ফেব্রুয়ারিতে ডাকাতি ৬৩ , দস্যুতা ৯৯ , খুন ২৮০ এবং চুরি ৬৯৩টি। মার্চে ডাকাতি ৬২, দস্যুতা ৮৪, খুন ৩১৬ এবং চুরি ৭২০টি। এপ্রিলে ডাকাতি ৩৬, দস্যুতা ৯০, খুন ৩২৭ এবং চুরি ৭১৫টি। মে মাসে ডাকাতি ৫১, দস্যুতা ৮৭, খুন ৩২৫ এবং চুরির ঘটনা ঘটেছে ৭৩১টি। জুন মাসে ডাকাতি ৪৪, দস্যুতা ৬৪, খুন ৩৩৬ এবং চুরির ঘটনা ঘটেছে ৬৫৮টি। জুলাই মাসে ডাকাতি ৬২, দস্যুতা ৯৮, খুন ৩৩৭ এবং চুরির ঘটনা ঘটেছে ৮০৮টি।
২৫) গ্যাস- বিদ্যুৎ- পানি সংকট:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র মতে, বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ২৯০ কোটি ঘনফুট। উত্পাদিত হচ্ছে ২২০ কোটি ঘনফুট। বর্তমান সরকারের আমলে গ্যাসের উত্পাদন বেড়েছে প্রায় ৫০ কোটি ঘনফুট। রাজধানীতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের আওতাধীন এলাকায় গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ১৭০ কোটি ঘনফুট। কিন্তু সরবরাহ হচ্ছে ১৫০ কোটি ঘনফুট। অবশিষ্ট ২০ কোটি ঘনফুটের ঘাটতি বহু দিনের। শীতের কারণে বর্তমানে চাহিদা বেড়েছে আরও ২০ কোটি ঘনফুট। ফলে মোট ১৯০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ কোটি ঘনফুট।
সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের ফলে চট্টগ্রামের দুটো সার কারখানায় দৈনিক ক্ষতি প্রায় ছয়কোটি টাকা। এভাবে কয়দিন চালানো যাবে????
২৬) টিপাইমুখ বাঁধ :
গত ২২ অক্টোবর নয়াদিল্লীতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, নতুন কোম্পানিতে এনএইচপিসির ৬৯ শতাংশ মালিকানা থাকছে। এছাড়া এসজেভিএন ২৬ শতাংশ এবং মনিপুর সরকার ৫ শতাংশের মালিক হচ্ছে।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদু্যত কেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের বিনিয়োগ চুক্তি স্বাৰরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের ওপর ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, এ বাঁধ নির্মাণ হলে মেঘনা অববাহিকার তিন কোটি মানুষসহ জীববৈচিত্র্য সঙ্কটে পড়বে। ভারতের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক পানি আইনের লঙ্ঘন।
এই চুক্তি হওয়ার পর হাসিনা সরকার বাংলাদেশকে মরুভূমি হতে বাচাতে কোনো নেয়নি ..উল্টো পানিসম্পদ প্রতিমন্ত্রী বলছেন এই নিয়ে সরকার বিব্রত নয় ....টিপাইমুখ বাঁধ নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এ নিয়ে সরকারের কিছু করণীয় নেই
২৭) পুলিশি হামলায় একাধিক দফায় শিক্ষক হত্যা :
যে শিক্ষকরা ছাত্রদেরকে পড়ালেখা শিখিয়ে মানুষ করে পুলিশ বানিয়েছে সেই পুলিশ দিয়েই সরকার শিক্ষকদের হত্যা করেছে ...নিক্ষেপ করেছে বিষাক্ত পিপার স্প্রে ..
স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতনবাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে তান্ডব চালাতে থাকে পুলিশ .
গত ১০ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি চলাকালে পুলিশের পিপার স্প্রেতে আক্রান্ত হন হারুন অর রশীদ। এরপর তাকে চিকিৎসা শেষে দেশের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অসুস্থ অবস্থায় তিনি শুক্রবার ভোরে মারা যান।এর আগেও সেকেন্দার আলী ও মেসবাউল হোসেন নামে আন্দোলনরত দুই শিক্ষকের মৃত্যু হয়।
২৮) ছাত্রলীগ :
ছাত্রলীগ নিয়ে লিখলে ব্লগের পাতা শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীগের কুকীর্তি লিখে শেষ করা যাবে না ..
ছাত্রলীগের কুকীর্তি জানতে গুগলে ছাত্রলীগ লিখে সার্চ দিন অথবা নিচের ভিডিও টি দেখুন
২৯) নারী নির্যাতন ও ধর্ষণ:
মহাজোট সরকারের ৪ বছরে ১৩ হাজার ধর্ষণ : নারী নির্যাতন ৬৭ হাজার
বাংলাদেশ পুলিশ সদর দফতরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৪ বছরে সারাদেশে ধর্ষণের শিকার হয় মোট ১২৯৭১ জন। এ সময়ে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৭ হাজার ২২৯টি। এছাড়া যৌতুক ও নানা কারণে স্বামীগৃহে নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৫ জন নারী। তন্মধ্যে স্বামীগৃহে নির্যাতনের ফলে জীবন দিতে হয়েছে প্রায় দেড় সহস্রাধিক নারীকে। এসিড সহিংসতার শিকার হয়েছেন ৪৪২ জন। বাস্তবের তুলনায় পত্রিকায় প্রকাশিত এই সংখ্যা একেবারেই নগণ্য।
৩০) স্কাইপ স্কান্ডেল :
স্কাইপে কেলেংকারী শুনুন ...যার মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আন্তর্জার্তিক ভাবে কলংকিত করা হয়েছে ..বিচারের নামে বিরোধী দলকে দমনের দানবীয় পরিকল্পনা ফাস হয়েছে ..
৩১) দেশব্যাপী গণহত্যা :
বাংলাদেশের ইতিহাসে একদিনে ৮০ জন মানুষকে পুলিশ দিয়ে খুন করার নজির ঘটিয়েছে আওয়ামীলীগ। প্রতিবাদী জনতাকে দমনের নামে চালানো হয় পুলিশী তান্ডব ..বিরোধী দলের বিভিন মিছিলে গুলি করে হত্যাকরে নৃশংস ভাবে ..
বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতে .
এগুলো হলো আওয়ামীলীগের উল্লেখযোগ্য ৩০ টি অপকর্মের ফিরিস্তি ...ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিযে আজ বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে দিয়েছে আওয়ামীলীগ।
রেফারেন্স :..............
http://www.natunbarta.com/opinion/2013/04/27/23413/1cfb0e2ecac0bc448fdf1250878d2d6b
http://www.natunbarta.com/opinion/2013/04/29/23736/4b977d676ddabb1a92ad2a7420236e26
http://dailyjugandhar.com/index.php?cPath=91&showme=1907&dt=08&mt=Jan&yr=2013
http://banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzAxXzE4LTEwNS0xODYwMQ==
http://www.bdtoday.net/newsdetail/detail/40/10380
http://www.dailysangram.com/news_details.php?news_id=61505
বিষয়: বিবিধ
No comments:
Post a Comment