I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Sunday 12 May 2013
তুমি মানুষ না আওয়ামীলীগ? তারপর আরো কিছু এক্সটেনশন
"তুমি মানুষ না আওয়ামীলীগ?"- এই বিশেষ 'প্রবচন' বহুদিন ধরে চলছে।
এটার একটু সম্প্রসারণ কাজ (Extension) হওয়া দরকার।
এই 'হায়েনালীগে' এমনসব কুকুর-বিড়ালরা রয়েছে যারা স্ব স্ব ক্ষেত্রে জীবন্ত কিংবদন্তি হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে আর কাল থেকে কালান্তরে।
আসুন, তাদেরকে অমর করে রাখার বন্দোবস্ত পাকাপোক্ত করার কোশেশ করি। যেমন-
*আমাকে একটি হাসিনা দাও, আমি তোমাদেরকে বেশ কয়েকটি বড়সড় গনহত্যা উপহার দেব।
*বন্যরা বনে সুন্দর, 'মখা'রা হেমায়তপুরে।
*স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে 'আবুল' সেই জন?
*তুমি 'আবুল' তাই বলিয়া আমি দেশপ্রেমিক হইবনা কেন?
*দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে 'দীপু' কেমন করে!!!!!!!
*'শাহজাইন্যা' আমার চোখের তারা উপ্রায়ালাইতে চায়।
*হে আওয়ামীলীগ, তুমি দেশটারে করিয়াছ শ্মশান; তুমি হেথা ফুঁকিয়াছ 'ইসরাফিলের' বিষাণ।
*'আম্লীগ'-'ইবলিশ' মাসতুতো ভাই।
*আওয়ামী কুকুর সদা কামড়ায়।
*'আম্লীগ' জ্ঞানী হলেও পরিত্যাজ্য।
*'সুরঞ্জিতের' দশদিন আর গৃহস্থের একদিন।
...যাওকগা, আর কইলাম না, বাকিটা আপনারাই বলেন।।।
Subscribe to:
Post Comments (Atom)
"*আমাকে একটি হাসিনা দাও, আমি তোমাদেরকে বেশ কয়েকটি বড়সড় গনহত্যা উপহার দেব।" চরম হয়সে চায়ারম্যা সাব!!
ReplyDelete