তারা যখন জামায়াত শিবির নির্মূলে চিরুনি অভিযান চালালো
আমি চিরুনির বদলে কোদাল চালাতে উস্কে দিয়েছিলাম
কারণ আমি ইসলামপন্থী ছিলাম না
তারা যখন চীপ হুইপ ফারুককে মারলো ,
আমি তখন মোবাইলের বদলে ঢিলের ছবি দিলাম ।
কারণ আমি সব কিছু বদলে দেই
তারপর তারা যখন মাহমুদুর রহমানকে হাতুড়ি মেরে জেলে পাঠালো,
আমি কথা বলেনি ।
কারণ আমি বাকশালের পা চেটেছিলাম
এরপর তারা যখন সাগর রুনিকে হত্যা করলো,
আমি তখনো চুপ করেছিলাম ।
কারণ আমি সাহারার চা খেয়ে সব ভুলে গিয়েছিলাম
এবার তারা বিরোধীদল দমন করতে সবাইকে জেলে ডুকালো,
আবারো আমি কথা বলেনি ।
কারণ বিরোধীদল নির্মূল হলে আমি চান্স নিবো
তারপর আবার ওরা শেয়ার বাজার ধ্বংস করে দিলো ,
তখনো আমি কিছু বলেনি ।
কারণ আমার দরবেশ বাবা এতে জড়িত ছিলো
শেষবার তারা ফিরে এলো ,
আমাকে ধরে নিয়ে যেতে ।
কেউ আমার পক্ষে কথা বলল না ,
কারণ আমি সবাইকে বাশ দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলে ছিলাম
No comments:
Post a Comment