Sunday, 15 December 2013

সুপ্রিমকোর্টে আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযা

শীর্ষ নিউজ ডটকম,ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ দেশব্যাপী সংহিংসতায় নিহত নেতাকর্মীদের স্মরণে সুপ্রিম কোর্টে  গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জোহরের নামাজের পর সর্বস্তরের আইনজীবীদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ জানাযা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের  আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানাযায় ইমামতি করেন।


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাভোকেট মো: মসিউল আলম,সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফুজ্জামান,ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ সুপ্রিম কোর্টের প্রায় তিনশতাধিক আইনজীবী জানাযায় অংশ গ্রহণ করেন।

জানাযা নামায শেষে চলমান আন্দোলনে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি বন্ধের দাবি জানিয়ে একটি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
http://www.sheershanews.com/2013/12/15/17386

No comments:

Post a Comment