Saturday, 2 November 2013

হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের বরাদ্দ এক হাজার কোটি: ভারতীয় দৈনিক

03 Nov, 2013
আসাম থেকে প্রকাশিত, ইন্ডিয়ান ডেইলি নববার্তা প্রসঙ্গ ২১ অক্টোবর ইস্যুতে লিখেছে


"বাংলাদেশের সাধারণ নির্বাচন আর তিন মাস বাকি। এর মধ্যে শুরু হয়ে গেছে পাকিস্তানের গোয়েন্দা শাখা আইএসআই এবং ভারতের 'র'-এর মধ্যে ক্ষমতা প্রদর্শনের ছায়াযুদ্ধ। দিল্লি চাইছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জোট ক্ষমতায় পুনরায় ফিরে আসুক এবং ইসলামাবাদ চাইছে বিএনপি জামাত জোট ক্ষমতা দখল করুক। ইতিমধ্যে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে বাংলাদেশের জন্য কেন্দ্রীয় সরকার ১০০০ কোটি টাকা ব্যায়ের প্রস্তাব পাশ করেছে। গত নির্বাচনে যে অঙ্ক ছিল ৮০০ কোটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, '৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইন্দিরা গান্ধির সৃষ্ট 'র'-এর মাধ্যমে প্রতি নির্বাচনে দিল্লি সমর্থিত দলের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। যা এখন কার্যকরী হয়ে আসছে। রিসার্চ আ্যান্ড আ্যালেটিক্যাল উইংয়ের বাংলাদেশের ইনচার্জ ও সিনিয় অফিসার বিবেকানন্দ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০১৪ সালে ভারতের নির্বাচন যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততোখানি বাংলাদেশের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ঢাকায় কারা ক্ষমতায় বসবে তার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করছে। আমাদের ভুলে গেলে চলবে না।"



No comments:

Post a Comment