Sunday, 5 January 2014

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে : আবু সাইয়িদ -

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে : আবু সাইয়িদ
শীর্ষ নিউজ ডটকম, পাবনা : ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। তিনি অভিযোগ করেছেন, পাবনা-১ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

বেড়ার বৃশালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ২৫ মিনিটে অধ্যাপক আবু সাইয়িদ এবং একই কেন্দ্রে সকাল ৯টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ভোট দেন। তবে সকাল ৯টা পর্যন্ত কোন কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায় নি। অধিকাংশ কেন্দ্রই ছিল ভোটার শূন্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। - See more at: http://www.sheershanews.com/2014/01/05/20530#sthash.YEMgLGhh.dpuf

No comments:

Post a Comment