Sunday 5 January 2014

কুষ্টিয়ায় ভোটার লাইনে ভাড়া করা লোক

কুষ্টিয়া সরকারি কলেজের মহিলা কেন্দ্রে সকাল সাড়ে ১০টার চিত্র। কোনো ভোটার নেই। ভোট পড়েছে মাত্র ১৩টি।
কুষ্টিয়ায় অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটরদের উপস্থিতি নেই। সকাল ১০টা পর্যন্ত শহরের অধিকাংশ কেন্দ্রে ১০-২০টি ভোট কাস্ট হয়েছে। সব কেন্দ্রই ভোটার শূন্য তবে সরকারদলীয় প্রার্থীদের ভাড়া করা কিছু লোক কয়েকটি কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে শহরের সরকারি কলেজ কেন্দ্রে সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নেতা হানিফ ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এই খবরে সেখানে ভোড়মারা উপজেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ১৬ জন যুবককে নিয়ে লাইন দিয়ে দাঁড়ান। পৌনে ১০টায় হানিফের ভোট দেয়া শেষ হলে ওই লাইনে আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি।
সরকারি কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী ৩নং কক্ষে নৌকা প্রতীকের পোলিং অ্যাজেন্ট ছিলেন। সাংবাদিকরা এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করলে পরে এ পোলিং অ্যাজেন্টকে বের করে দেয়া হয়। জানা গেছে, শহরের সব ভোট কেন্দ্রের অবস্থা একই। ভোটার শূন্য সব কেন্দ্রের বাইরে এবং ভিতরে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
শনিবার রাতে শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকায় দৃর্বৃত্তরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

No comments:

Post a Comment