বেলা একটা। ঘটনাস্থল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদ্রাসা কেন্দ্র। প্রার্থী দুজন। একজন জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু। প্রতীক লাঙ্গল। আরেকজন স্বতন্ত্র দলের প্রার্থী মিজানুল হক। প্রতীক হরিণ। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, কেন্দ্রের দুই হাজার ১১৯ ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে। সেখানে সরেজমিন গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। ভোটার কোথায়, জানতে চাইলে তিনি বলেন, সবাই আগেভাগে ভোট দিয়ে চলে গেছেন। এ জন্য কেনো ভোটার দেখা যাচ্ছে না। পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, সবাই ভোট দিয়ে চলে গেছে। এ জন্য কেন্দ্রে কেউ নেই।
আলিম মাদ্রাসা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের হরিণ প্রতীকের কোনো এজেন্টও নেই। লাঙ্গলের এজেন্ট আবুল হাশেম জানান, হরিণ মার্কার কোনো এজেন্ট সেখানে নেই। কেন্দ্রটি লাঙ্গলের প্রার্থী মজিবুল হক চুন্নুর বাড়ির কাছে।
বেলা একটার দিকে কাজলা আলিম মাদ্রাসা কেন্দ্রে যেখানে এক হাজার ৮০০ ভোট পড়েছে, সেখানে করিমগঞ্জের আরেকটি কেন্দ্র নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র একেবারেই অন্যরকম। ওই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৫১৭। এর মধ্যে বেলা একটা পর্যন্ত ২০৯টি ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য জানান। নেয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফারুক নাদিম জানান, লোকজন দুপুরের পরে আসবে। করিমগঞ্জের ওই কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের বাড়ির কাছে।
No comments:
Post a Comment