Sunday, 5 January 2014

নাটোরে ভোটারের বদলে লাইনে রাজহাঁস!

সকাল ১১টা। সিংড়া শহরের দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সামনে বিশাল মাঠ। ভোটের দিন তাই স্বাভাবিক ভাবেই সেখানে ভোটারের লাইন থাকার কথা। সকাল গড়িয়ে দুপুর এলেও ভোটারের নাম গন্ধ নেই। কর্মকর্তা আর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা লোকজন কাটাচ্ছেন অলস সময়। শীতের সকালে মাঠে রোধে বসে গা গরম করে নিচ্ছেন। ঠিক তাদের সামনেই দেখা গেলো কিছু রাজহাঁসকে রোধে গা গরম করে নিতে। কিছুক্ষণ পরে দেখা গেল, যেখানে ভোটারের লাইন থাকার কথা, সেখানে নির্বিঘেœ একটি রাজহাস রোদে দাঁড়িয়ে আছে। লম্বা গলা পেছনে এনে পিঠের উপর লোমের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তার সামনেই রয়েছেন আনসার সদস্যরা। এর কিছু দূরে পুলিশের সদস্যদেরও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হওয়া লোকজনের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত হাসগুলো সেখানেই দাঁড়িয়ে ছিল। 

এদিকে সরজমিনে সিংড়া পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে গেলে সকালের দিকে ভোটার উপস্থিতি কম দেখা যায়। বেলা ১১টার দিকে প্রতি কেন্দ্রে একশ থেকে দেড়শ’র মতো ভোট পড়েছে। বেলা ১১টার দিকে শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, সেখানে ৩২৮৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ২শ মতো।
http://mzamin.com/details.php?mzamin=NTgzMA%3D%3D&s=MQ%3D%3D#.UskCMCqnX6g.facebook

No comments:

Post a Comment