Sunday, 5 January 2014

মতিয়ার বিরুদ্ধে কারচুপির অভিযোগ, বাদশার নির্বাচন বয়কট -

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বদিউজ্জামান বাদশা নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজ রবিবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বদিউজ্জামান বাদশা অভিযোগ করেন, নকলা উপজেলার ৬৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্র থেকে তার প্রতিনিধিদের বের করে দিয়ে প্রকাশ্যে প্রশাসনের সহায়তায় একজন একাধিক ভোট দিয়েছে।
তিনি বলেন, এই নির্বাচন করার আর কোনও সুযোগ নেই। বিরোধী দলের কথাই ঠিক। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
- See more at: http://www.bd-pratidin.com/2014/01/05/36190#sthash.uW7UxLpo.F0IF0rYG.dpuf

No comments:

Post a Comment