
ব্যালট নাম্বারগুলো হলো- ২৩৩২০১-৯৯টি। ওই কেন্দ্রে দায়িত্বপালনরত এসআই নজরুল ইসলাম বলেন, ভোটার সেজে কয়েকজন এসে সিল মেরে গেছে। আমরা বুঝতে পারিনি। সাথিয়াখোলা এবতেদায়ী মহিলা মাদ্রাসা, কাশিনাথপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জালাল উদ্দিন বলেন, ১৫ থেকে ২০ জন জোর করে সাড়ে তিনশ’ ভোট দেয়। দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বলেন, আমরা দুই পুলিশ কি করবো। তারা জোর করে সিল মেরে চলে গেছে।
http://mzamin.com/details.php?mzamin=NTgxMQ%3D%3D&s=MQ%3D%3D
No comments:
Post a Comment