Sunday, 5 January 2014

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক ব্যক্তি ভোট দেন বারবার

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক ব্যক্তি সকালে ভোট দেন। যা দেখানো হয় সকাল এগারটায়। তার গায়ে ছিল টি-শার্ট আর জিন্স। 

বিকালের দিকে সেই একই কেন্দ্রে একই লোক আবার ভোট দিতে আসে লাল পাঞ্জাবী পড়ে। 

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার একটি অ্যাশ রঙের কোট পড়ে সেই একই জায়গায় বসে আছেন। আর একই মানুষ বার বার ভোট দিয়ে যাচ্ছে। 

video : https://www.facebook.com/photo.php?v=10153721551650691&set=vb.16161075690&type=2&theater

No comments:

Post a Comment