I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Sunday 5 January 2014
শেষ মুহূর্তে ভোটার সংখ্যা বাড়িয়ে ফল গণার নির্দেশ
স্টাফ রিপোর্টার : সারাদেশে ভোটারবিহীন নির্বাচনের গ্লানি মুছতে শেষ মূহূর্তে ভোটারের উপস্থিতি বেশি দেখানোর জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও প্রশাসনকে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ভোটারদের উপস্থিতি এতোটাই কম যে, নূন্যতম ভোট পড়ারও কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে করে সরকার আরও সমালোচনার মুখে পড়তে যাচ্ছে। সে কারনেই প্রশাসনকে শেষ মুহূর্তে ভোটার সংখ্যা বাড়িয়ে ভোট গণণা করার মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী নির্বাচন পরিচালনা উপকমিটির সমন্বয়ক মহিউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের বলেছেন, শৈত্যপ্রবাহের কারনে ভোটারদের উপস্থিতি কম। রোদ পড়লে ভোটার সংখ্যা বাড়বে। - See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152904.php#sthash.UNn7Tn6D.ptnLJ4SI.dpuf
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment