Monday 27 January 2014

বিচার বহির্ভূত হত্যার শিকার বিরোধী রাজনৈতিক কর্মীরা : মানবাধিকার সংগঠনগুলোর বিস্ময়কর নীরবতা : ‘বন্দুকযুদ্ধে’র গল্পে নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে

আওয়ামী লীগবিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হত্যাযজ্ঞ শুরু হয়েছে। একতরফা নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার শপথ নেয়ার পর গত কয়েকদিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতার করে হত্যা মিশন আরো জোরদার হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতারের পর গত দু’দিনে বিএনপি-জামায়াতের অন্তত ৫ নেতা নিহত হয়েছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের প্রায় প্রতিদিনই গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের গল্প বলে নির্বিচারে হত্যা করলেও দেশের মানবাধিকার সংগঠনগুলো বিস্ময়কর নীরবতা পালন করছে। প্রতিদিন স্থানীয়ভাবে প্রভাবশালী এবং নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের হত্যা করা হলেও দেশের মানবাধিকার সংগঠনগুলোর কর্তাব্যক্তিরা এ নিয়ে টুঁশব্দটিও করছেন না। 

Tuesday 21 January 2014

পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর: আ.লীগ নেতার ছেলে গ্রেফতার

পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর: আ.লীগ নেতার ছেলে গ্রেফতার
শীর্ষ নিউজ ডটকম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালীপূজার আসরে মদ্যপ অবস্থায় নৃত্য করার ঘটনায় বাধা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছেলেরা পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে। এ সময় তারা পূজা কমিটির দুইজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকমান মেম্বারের ছেলে আপেল মিয়া, শ্রমিক লীগের ৭নং ওয়ার্ডের নেতা হাবিবুর রহমান হাবিবের ছেলে পনির মিয়া, আসকর আলী মৃধার ছেলে সেরাজউদ্দিন মৃধা ও আউয়াল ভুঁইয়ার ছেলে মোফাজ্জল ভুঁইয়া।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মনিপাড়া কালী পূজামণ্ডপে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

Saturday 18 January 2014

সংখ্যালঘু সাবেক ইউপি নারী মেম্বার”কে গাছের সাথে বেঁধে আওয়ামীলীগের মধ্যযুগীয় নির্যাতন

nirjaton
শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার: লামার ফাইতংয়ে ঘর পোড়ানোর ঘটনা তদন্তকালে সংখ্যালঘু ভানু প্রভা দে (৫০) নামের সাবেক এক নারী ইউপি মেম্বারকে গাছের সাথে বেঁধে রেখে গুরুতর নির্যাতন চালিয়ে আহত করেছে সরকারদলীয় ক্যাডাররা। আহত ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল ১৬জানুয়ারি বৃস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামশুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩০৬ নং ফাইতং মৌজার আর হোল্ডিং নং ৬৯ ও ৬৫৪ এর ৪একর জমির মালিক স্থানীয় নয়াপাড়া এলাকার সাবেক ইউপি মেম্বার ভানু প্রভা দে। তিনি দীর্ঘদিন ধরে ওইসব জমিতে গাছ রোপন করে ভোগ দখলে আছে। কিন্তু একই এলাকার কিছু ভূমিদস্যুর নজরে পড়ে এসব জমি।

Friday 17 January 2014

ভোট না দেয়ায় হিন্দু ব্যবসায়ীর উপর যুবলীগ নেতার হামলা

নাটোরের সিংড়া পৌর এলাকার দশম সংসদ নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় বৃহস্পতিবার ইউনিয়ন যুবলীগ সভাপতির নেতৃত্বে হিন্দু ব্যবসায়ীকে তার দোকানে এসে মারপিট করা হয়েছে। প্রহৃত ব্যবসায়ী পৌর এলাকার বালুয়া বাসুয়া রোড়ের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের প্রতিভা লাইব্রেরীর মালিক শ্রী সতেন্দ্র নাথ (৩৫)। তিনি অভিযোগ করে বলেছেন, কারো কাছে বিচার চাইনি, শুধু ভগবানকে বলে রেখেছি। এর আগে আরেক হিন্দু ব্যবসায়ীর দোকান ভাংচুরের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার বাপ্পি নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনে সতেন্দ্র নাথ ও তার পরিবারের লোকজন ভোট দিতে যাননি। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতালেব সরদার তার কয়েকজন সহযোগীসহ দোকানে এসে শ্রী সতেন্দ্র নাথের কাছে ভোট দিতে না যাওয়ার কারন জানতে চেয়ে চলে যান। 

ঘটনাস্থল কোটচাঁদপুর..আ. লীগ সভাপতি পেটালেন সংখ্যালঘু প্রধান শিক্ষককে

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন নেছা মিকি। সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের বিনিময়ে সংশ্লিষ্ট প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকায় নিজে বিদ্যালয়ের দাতা সদস্য হতে না পেরে ক্ষমতাসীন দলের ওই নেতা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।
কোটচাঁদপুর উপজেলার কাগমারি মাধ্যমিক বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮-৯ মাস আগে ওই বিদ্যালয়ে একজন সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে দুই লাখ টাকা নেওয়া হয়। বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন নেছা মিকি ওই টাকা নিজের পক্ষ থেকে অনুদান হিসেবে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা দেন। পরে তিনি ওই টাকার বিনিময়ে নিজেকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেন। কিন্তু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সচিব ও প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস এতে অপারগতা জানান এবং আদালতে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মহাপরিচালকের দপ্তর থেকে একটি অডিট টিম সেখানে যায়। অডিট চলাকালে গত বুধবার শরিফুন নেছা মিকি তাঁর দলবল নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। এ সময় মিকির উপস্থিতিতে তাঁর লোকজন প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে।

হিন্দুতে ড. চ্যাটার্জির নিবন্ধ...আওয়ামী লীগের প্রভাবশালীরাও হিন্দুর সম্পদ ও বাস্তুভিটা গ্রাস করে

ভারতীয় প্রভাবশালী দৈনিক হিন্দুতে গতকাল প্রকাশিত এক নিবন্ধে হিন্দুদের ওপর জুলুম চালানোর বিষয়ে ক্ষসতাসীন আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতের মনোভাব ও কৌশল মূল্যায়ন করা হয়েছে। এতে বিএনপি-জামায়াতের সমালোচনার পাশাপাশি এটাও স্পষ্ট করা হয়েছে যে, আওয়ামী লীগের প্রভাবশালীরাও হিন্দুদের সম্পদ গ্রাস করেছে। আবার যুদ্ধাপরাধের বিচারেও তারা গড়িমসি করেছিল। শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের পরেই কেবল তারা গুরুত্বের সঙ্গে এই বিচারে মনোযোগী হয়েছে।  
ওই নিবন্ধে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ শাসনামলে দলটির প্রভাবশালী ব্যক্তিরা নিয়মিতভাবে হিন্দুদের সম্পদ ও বাস্তুভিটা নিয়মিতভাবে কেড়ে নিয়ে থাকেন। তবে সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ চালানো দলটির নীতি নয়। তবে একই কথা তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে খাটে না। তারা নিয়মিতভাবে হিন্দুদের জান ও মাল উভয়ের প্রতি হুমকি হয়ে থাকে। তাই হিন্দুরা কেন গভীর সমুদ্রে প্রেত দেখতে পায় সেটা অনুভব করা কষ্টসাধ্য নয়।’  

Wednesday 15 January 2014

দ্য ইয়েলো আইজ অব আওয়ামী লীগ। মনজুরুল ইসলাম

সোভিয়েত শাসনামলে মস্কো-ওয়াশিংটনের মধ্যে স্নায়ুযুদ্ধ যখন ভরা কাইমেক্সে, তখন খুব আলোচিত একটা বই ছিল দ্য রেড আইজ অব কেজিবি। মস্কো শহরের সবচেয়ে আতঙ্কের স্থাপনা ধূসর ভবনের অভ্যন্তরে কী ঘটত এসব নিয়ে রচিত ওই বইয়ে স্পর্শকাতর এমন কিছু তথ্য ফাঁস করে দেয়া হয়, যা ক্রেমলিনের কাছে রীতিমতো ছিল বিব্রতকর। সেই বইয়ের লেখক বেঁচে থাকলে আজকের বাংলাদেশে মতাসীন দলের কাণ্ডকীর্তি দেখে নিশ্চয়ই লিখতেন আরেকটি বইÑ দ্য ইয়েলো আইজ অব আওয়ামী লীগ বা আওয়ামী লীগের হলুদ চোখ। বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ আছেÑ চোখে সর্ষে ফুল দেখা। আজ যারা বাংলাদেশের রাষ্ট্রমতায় আসীন এবং যারা মতাকে চিরস্থায়ী করতে ক্রমাগত ছলচাতুরী করে যাচ্ছেন, তাদের মনে নিঃসন্দেহে একের পর এক ধাক্কা লেগেই চলেছে। ভারতের বিধানসভা নির্বাচনে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরাট বিজয়ে একটা বিষয় এখন পরিষ্কারÑ আসন্ন লোকসভার নির্বাচনেও তারা জিতবে এবং দিল্লির মসনদ থেকে দুর্নীতিবাজ কংগ্রেসকে হটাবে।

Tuesday 14 January 2014

রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩ শ’;.. প্রতিদিন গড়ে খুন হয়েছে ১২ জন..মহাজোট সরকারের ৫ বছরে ২২ হাজার মানুষ খুন

মহাজোট সরকারের পাঁচ বছরে সারা দেশে ২২ হাজার মানুষ খুন হয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে ১২ জন খুন হয়েছেন। এর মধ্যে সরকারের শেষ বছর ২০১৩ সালে খুনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। এ বছর খুন হন চার হাজার ৪২৮ জন। গত বছর এবং চলতি বছরের শুরুতে আশঙ্কাজনকভাবে বেড়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড। গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় ১৫০। এত খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছেন সংশ্লিষ্টরা।

Sunday 12 January 2014

পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ীদের আ’লীগ নেতার মারধর ও দোকান ভাঙচুর...হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক; কয়েক স্থানে মন্দিরে অগ্নিসংযোগ

তিন দিন ধরে এক দিকে পটুয়াখালী শহরসহ জেলার সর্বত্র সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অব্যাহত অন্য দিকে শহরতলী লাউকাঠি বাজারে তিনজন হিন্দু ব্যবসায়ীকে মারধর ও দোকানপাটে হামলা ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে একদল ক্যাডার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। গত শনিবার রাতের এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মসজিদে আযান-নামাজ হয়না : চলছে গ্রেফতার বাণিজ্য

13 Jan, 2014
গত ২৯ দিনেও নীলফামারীর ঐতিহ্যবাহী রামগঞ্জ বাজার এবং টুপামারী ও লক্ষ্মীচাপ ইউনিয়নে স্বাভাবিক জীবন ফিরে আসেনি। এখনও কয়েকটি মসজিদে আযান দেয়া ও নামাজ আদায় হচ্ছে না। বাকী মসজিদগুলোতে আযান দেয়া ও নামাজ আদায় হলেও মুসল্ল¬ীর সংখ্যা হচ্ছে ৪ থেকে ৫ জন। এলাকাবাসী জানান, পুলিশি গ্রেফতার আতঙ্কে মানুষ ঘর-বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের দায়েরকৃত মামলা থেকে রেহাই পেতে ও গ্রেফতার না হওয়া নিয়ে চলছে বাণিজ্য।

Friday 10 January 2014

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার নসিহত : ফরহাদ মজহার

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার নসিহত নতুন কিছু নয়। হামেশাই আওয়ামী লীগ এই পরামর্শ দিয়ে আসছে। সম্প্রতি শেখ হাসিনা তথাকথিত নির্বাচনের পর সংবাদ সম্মেলনে পুরনো কথা আবার বলেছেন। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির এটাই সবচেয়ে মোক্ষম অস্ত্র। বিএনপির বিরুদ্ধে আওয়ামী সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনাবাদীদের এটাই প্রধান রাজনৈতিক প্রপাগা-া। অস্বীকার করার জো নাই যে, আওয়ামী লীগ এক্ষেত্রে বিএনপিকে সাময়িক কাবু করতে পেরেছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাতকারে খালেদা জিয়া জানিয়েছেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করার সময় আসেনি, এ মুহূর্তে তিনি পারছেন না, সময় হলেই তিনি জামায়াতের সঙ্গ ছাড়বেন। এটাও বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির জোট ‘স্থায়ী’ কোনো জোট নয়।

অন্যদিকে, গত সোমবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার উত্তরে বলেছিলেন, ‘তিনি (শেখ হাসিনা) হুকুম করতে পারেন না। তিনিও জামায়াতের সঙ্গে ছিলেন। আমরা তার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পার্টি চালাব না। আমরা একটি স্বাধীন পার্টি। সুতরাং আমরা আমাদের পার্টি নিজেদের পন্থাতেই চালাব।’

আওয়ামীলীগ কতৃক সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্রের কিছু খবরের লিঙ্ক

1) http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/1646/activist/35647

2) http://progressbangladesh.com/party-whip-abdul-wahab-awami-league-made-threats-to-attacked-hindu-community-before-the-election/

3) http://www.khichuri.org/bangladeshs-self-styled-secularists-are-no-protectors-of-minorities/

4) http://my.telegraph.co.uk/nivritchari/nivritchari/31/minorities-are-no-longer-safer-under-awami-leagues-rule/

5) http://skmahdi.wordpress.com/2013/06/10/minority-repression-in-bangladesh-savior-becomes-the-sinner/

6) http://archive.thedailystar.net/beta2/news/some-attackers-seen-with-tuku/

7) http://progressbangladesh.com/awami-league-members-attack-buddhist-family-home-over-land-case/

8) http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=252738

9) http://talukdershaheb.blogspot.co.uk/2013/03/indian-daily-suspects-al-hand-in-temple.html

10) http://www.amadershomoy2.com/content/2013/03/17/middle0847.htm

11) http://www.jamaat-e-islami.org/en/details.php?artid=MjMxMw%3D%3D

12) http://talukdershaheb.blogspot.co.uk/2013/03/shibir-guards-temples.html

13) http://talukdershaheb.tumblr.com/post/66777045242/debunking-the-daily-star-yellow-journalism-awami

আওয়ামীলীগের সংখ্যালঘু নির্যাতন ও নাশকতার স্ক্রীন শট / পেপার কার্টিং


Tuesday 7 January 2014

নির্বাচনোত্তর আওয়ামী সহিংসতার শিকার আ.লীগ : মোরেলগঞ্জে মাদরাসা অধ্যক্ষের রগকর্তন, কালীগঞ্জে ১০ কর্মীর বাড়িঘর ভাংচুর লুট মাগুরায় স্বতন্ত্র প্রার্থীর লোকজনের সঙ্গে সংঘর্ষ, পলাশে কৃষি কর্মকর্তাকে পিটুনি


আওয়ামী লীগের বহিষ্কুত প্রার্থীর পক্ষে কাজ করায় বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদরাসা অধ্যক্ষের হাত-পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রলীগ লীগ সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে কুপিয়ে জখম করা হয় ৩ মাহিলাকেও। ঝিনাইদহের কালীগঞ্জে নৌকায় ভোট দেয়ায় ১০ আওয়ামী লীগ কর্মীর বাড়িঘর ভাংচুর লুটপাট করেছে একই দলের স্বতন্ত্র প্রার্থীর লোকেরা।
মাগুরায় বিতর্কিত নির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী ড. সিরাজুল আকবরের
সমর্থক ও পরাজিত যুবলীগ নেতা কুতুব উল্লাহ কুটির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১৩ জন। জাল ভোট দিতে না দেয়ায় নরসিংদীর পলাশে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার কার্যালয়ে ঢুকে পিটিয়ে আহত করা হয়েছে।
খাগড়াছড়ির মানিকছড়িতে একই দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয় ৮ নেতাকর্মী। এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশায় পিটিয়ে আহত করা হয়েছে দুই বিএনপি নেতাকে।
মাগুরায় জয়ী আ.লীগ ও পরাজিত যুবলীগ নেতার সমর্থকদের মাঝে সংঘর্ষ
মাগুরা প্রতিনিধি জানান, নির্বাচনী উত্তর সহিংসতায় মাগুরার রবিশাট এবং কুকনা গ্রামে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Overview of the Political situation in Bangladesh, allegations of political violence, and minority persecution: Some case studies

Overview of the Political situation in Bangladesh, allegations of political violence, and minority persecution: Some case studies
The current crisis was triggered by mass protests of hundreds of thousands of ordinary people along with the political opposition against what many believe to be a politically motivated International Crimes Tribunal (ICT). As observed by Steven Kay, an expert on international criminal law, the Bangladesh government has “withdrawn all the constitutional rights to a fair and impartial trial that an ordinary Bangladeshi citizen would have so it is a very unfair war crimes tribunal”.[1] Numerous international legal experts and observers have observed that the Bangladeshi government’s refusal to allow a fair trial sheds doubt on the validity of the allegations and verdicts of the ICT, and strengthens the view that the ICT prosecution do not have a case that would stand up in an impartial court of law.
Allmost 200 people have been killed and many thousands severely injured in the past few weeks but the true extent is thought to be much more. Human Rights Watch, whilst criticising the response from the main opposition, has observed that “most deaths appear to have been caused by the security forces using live ammunition.”[2] Video footage shows police firing live and rubber bullets directly into crowds of protestors and shooting handcuffed youth at point blank range intending to kill or maim.[3]

সংখ্যালঘুদের উপর হামলার প্রকৃত চিত্র এবং মিডিয়ার ব্লেইম গেইম :-s



১০ম জাতীয় নির্বাচনের পর আবারো সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। যেখানে প্রশাসন থেকে ও এই সব হামলা বন্ধের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উল্টো কয়েক জায়গায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের লোকজন সংখ্যালঘু ইস্যু নিয়ে তুলকালাম সৃষ্টি করে। বলেছিলো সংখ্যালঘুরা সরকারী দলের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। 

Monday 6 January 2014

লাঙ্গলে জাল ভোট, আ.লীগ নেত্রীর ৫ বছরের সাজা

দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ায় আওয়ামী লীগের নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জেলা যুগ্ম জজ মো. কামাল হোসেন শিকদার এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগম।
নির্বাচন-সংক্রান্ত বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শিকদার গতকাল রোববার জেলা সার্কিট হাউসে শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনকে পাঁচ বছর করে এবং তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে তিন বছর করে সাজা দেন।

Sunday 5 January 2014

জাল ভোট, কলঙ্কিত নির্বাচন

প্রথমে হুসেইন মুহম্মদ এরশাদ। তারপর খালেদা জিয়া। এবার শেখ হাসিনা। গতকাল রোববার তৃতীয়বারের মতো একতরফা নির্বাচন দেখল বাংলাদেশ।
সব একতরফা নির্বাচনের যা চরিত্র, গতকালের নির্বাচনটিও তার ব্যতিক্রম ছিল না। একতরফা নির্বাচনের কলঙ্কিত সব অনুষঙ্গই ছিল গতকালের ভোটে। ভোটার উপস্থিতি ছিল কম। ফাঁকা কেন্দ্রে জাল ভোট দিয়েছেন সরকারি দলের কর্মীরা। ছিল কেন্দ্র দখল করে সিল মারার মতো গর্হিত ঘটনা। 
নির্বাচন প্রতিরোধকারী বিএনপি-জামায়াতের দিক থেকে ছিল সহিংসতা, কেন্দ্র পোড়ানো, কেন্দ্র দখল করে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, ভাঙচুর, নির্বাচনী কর্মকর্তা হত্যা, মারধর এবং পুলিশের ওপর হামলার মতো ঘটনা। গতকালই সহিংসতায় নিহত হয়েছেন ১৯ জন। ভোটের দিনে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
এই একতরফা নির্বাচনেও হেরে গেছেন সরকারি দলের পরিচিত-প্রভাবশালী কয়েকজন নেতা। এর মধ্যে আছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ আর সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। 

ভোটার-খরা কাটালেন ছাত্রলীগ কর্মীরা

সারা দিনই ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল থেকে বেলা একটা পর্যন্ত কেন্দ্রের ব্যালট বাক্সে জমা পড়ে মাত্র ১৬৯টি ভোট। তবে শেষ বিকেলে ভোটারের খরা কেটে যায়। শত শত জাল ভোট দিয়ে সেটি পুষিয়ে দেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এটি পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে ৫৫ নম্বর ভোটকেন্দ্রের চিত্র। ঢাকা-৬ আসনের এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫৪৬। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে দেখা গেল, কেন্দ্রটিতে ৬৯৭ ভোট পড়েছে। দুপুরে ১১ শতাংশ ভোট পড়লেও শেষ বিকেলে তা ৪৫ শতাংশে পৌঁছায়।
একই ঘটনা ঘটেছে কবি নজরুলের বিপরীত পাশের ঢাকা গভর্মেন্ট মুসলিম হাইস্কুলের দুই কেন্দ্রে। এখানকার ৬৫ নম্বর কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ২৭০টি ভোট পড়ে। তবে শেষ বিকেলে তা ৪১৯-এ পৌঁছায়। এর আগে দুইটার দিকে এই স্কুলেরই ৬৪ নম্বর কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যালট ছিনতাই করেন। 
আর এর নেতৃত্ব দেন জগন্নাথ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ ও বর্তমান সভাপতি শরীফুল ইসলাম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সামনেই ছাত্রলীগের কর্মীরা ব্যালটের পেছনে স্বাক্ষর করে অন্তত আড়াই শতাধিকের মতো জাল ভোট দেন। এ ঘটনার সময় আশপাশে পুলিশ কর্মকর্তারা থাকলেও দেখে না দেখার ভান করেন।

মতিয়া-টুকুর ভোট ডাকাতি?


টুকুর ভোট ছিনতাই বাহিনীর সিল মারা ৪৭৪টি ব্যালট পেপারের একটি।ছবি : কালের কণ্ঠ - 

পাবনা-১ আসনের (সাঁথিয়া-বেড়া) অধিকাংশ কেন্দ্র সকাল থেকেই ছিল নৌকা প্রতীকের ‘ভোট ছিনতাই বাহিনীর’ দখলে। চারটি কেন্দ্রে তারা প্রকাশ্যে একের পর এক ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভর্তি করেছে। ভোট ছিনতাইয়ের এ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে তারা লাঞ্ছিত করে। আসনটিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নৌকা প্রতীক নিয়ে লড়াই করেন। তাঁর বিপরীতে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ। কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল আনুমানিক ২০ শতাংশ।
অভিযোগ উঠেছে, টুকুর এপিএস দোলনের নেতৃত্বে শতাধিক বহিরাগত শনিবার রাতে মিল্ক ভিটার রেস্ট হাউসে অবস্থান করে সকালে গিয়ে জাল ভোটে বাক্স ভর্তি করে। অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ করেন, টুকুর সন্ত্রাসী বাহিনী ৫২টি কেন্দ্রে ভোট কারচুপি এবং ১৮টি কেন্দ্রে ভোট ডাকাতি করে। তিনি ১৮টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে লিখিত আবেদনও জানিয়েছেন। তবে শামসুল হক টুকু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে বলেন, তাঁর কোনো সন্ত্রাসী বাহিনী নেই।

অনেক আসনে পরাজিত প্রার্থীকে জিতিয়ে দিয়েছে প্রশাসন!

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি আসনে প্রকৃত ভোটের ফলাফলে পরাজিত হওয়া প্রার্থীদের প্রশাসনের সহযোগিতায় জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ভোটার ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সূত্রের দাবি, এসব আসনে প্রশাসন ফল পাল্টে দিয়েছে। এনিয়ে গতকাল দিনভর বিভিন্ন মহলে মুখরোচক আলোচনা ছিল।

সূত্রমতে, ঢাকা-৪, ঢাকা-৬, লালমনিরহাট-২, লালমনিরহাট-৩, ঢাকা-১৭, বগুড়ার ১টি আসন, খুলনার দুটি আসন এবং কুষ্টিয়ার ১টিসহ অনেকগুলো আসনে ফল পাল্টে ফেলা হয়েছে। এসব আসনে যাদের জয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল তাদেরকে প্রশাসনিক নানা ম্যাকানিজমে হারিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট প্রার্থীদের জিতিয়ে দিতে এসব আসনে 'পরাজিত' প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও কেন্দ্র দখলে নিয়ে প্রশাসনের পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়া হয়। আবার কোথাও কোথাও ভোটের শেষে ফলাফল পাল্টে ফেলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠে।

অস্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছে ভোটের ফলাফল


নাসির আহমাদ রাসেল/ওয়াছিউর রহমান খসরু : ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি না থাকলেও ঘোষণার সময় অস্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছে ভোটের ফলাফল। রোববারের নিয়ম রক্ষার ওই নির্বাচনে ১৪৭টি আসনের ১৮ হাজার ২০৪টি কেন্দ্রের মধ্যে একেবারেই  ভোটারশূন্য ছিল বহুসংখ্যক  কেন্দ্র।

সরকার বিরোধী জোটের প্রতিরোধের মুখে স্থগিত হয়ে যায় প্রায় পাঁচ শতাধিক কেন্দ্রের ভোটগ্রহণ। এমনকি রোববার রাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ভোটার উপস্থিতি কম থাকার কথা স্বীকার করেছেন।তিনি বলেন, ‘৭০ এর নির্বাচনসহ অতীতের সব নির্বাচনের চেয়ে আনুপাতিক হারে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল; এটি স্বীকার করছি।’এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন নির্বাচন পর্যবেক্ষণ  শেষে নির্বাচনে ১০ শতাংশ ভোট পড়েছে বলে বিবৃতিতে দাবি করেছে।

বিজয়ীদের নাম দুইদিন আগে ইসিতে পাঠান এইচটি ইমাম!

দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়ার দুইদিন আগে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা পাঠিয়েছে সরকার! ওই তালিকায় উল্লেখ আছে, কোন প্রার্থী পাশ করবেন, আর কে পাশ করবেন না। তালিকা অনুযায়ী আজ রোববার সন্ধ্যার পর থেকে নির্বাচনে কোন আসনে কে বিজয়ী হয়েছেন, এ তথ্য প্রচার করছে নির্বাচন কমিশন।

নির্বাচনে অংশ নেয়া বারোটি রাজনৈতিক দলের মধ্যে কোন দলের কোন প্রার্থীকে কোন আসনে ‘বিজয়ী’ ঘোষণা করতে হবে, এর উল্লেখ আছে আওয়ামী লীগের ওই তালিকায়!

ঢাকা ৬ আসনের কবি নজরুল কেন্দ্রে জাল ভোটের উত্সব (ভিডিও )



কবি নজরুল কেন্দ্রে, যেখানে সকাল থেকে কোন ভোটারই ছিল না সেখানে পড়তে থাকে দেদারসে জাল ভোট। ধরা পড়ে একুশের ক্যামেরায়। প্রিসাইডিং অফিসার জাল ভোটারকে উঁচু গলায় বলছিলো- "কোন সমস্যা নাই।" 
আর একদম হাতেনাতে ধরা পড়ে ইসলামিয়া মাহমুদিয়া কড়াইল মাদ্রাসা কেন্দ্রের জাল ভোটাররা। ক্যামেরার সামনে দেখা যায় তিন-চারজন মিলে জাল ভোট দিচ্ছে আর দিচ্ছে।
বি.দ্র.- নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ইলিয়াস হোসেন নামে এই রিপোর্টারকে রাত দশটার দিকে ডিজিএফআই ডেকে পাঠিয়েছে।

শেখ হাসিনার আসনে ১টায় ৩% আর ৪টায় ৭০% ভোট কাস্টিং

কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের তিনটি আসনে মাত্র ১৫ থেকে ১৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে (পীরগঞ্জ) উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করে নিজেরাই সিল মারে। ফলে বেলা ১টার ৩ শতাংশ ভোট কাস্টিং বিকেল ৪টায় হয়ে যায় ৭০ ভাগের ওপরে।
সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোনো কেন্দ্রেই ভোটার ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীও বসে বসে অলস সময় কাটিয়েছেন।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বেলা ১টার পরে সমস্ত কেন্দ্র দললে নেয় আওয়ামী লীগ কর্মীরা। বেলা আড়াইটার মধ্যেই ইউএনও নির্দেশ দেয় ব্যালট বাক্স নিয়ে যাওয়ার জন্য। সেখানে গিয়ে প্রিজাইডিং অফিসারদের ভয়ভীতি দেখিয়ে জোড় করে সই নিয়েছে। নতুন করে ব্যালটে সিল দিয়েছে। কথা না শুনলে চাকুরি যাওয়ার হুমকি দিয়েছে।’

ভোট গ্রহণ শেষে ইসিতে মহাজোট নেতা-মন্ত্রীদের দৌড়ঝাপ

নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলছে, ঠিক এমন সময় নির্বাচন কমিশনে মহাজোট সরকারের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের দৌড়ঝাপ দেখা যাচ্ছে। আর এরা হলেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক সাবেক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম, অর্থনৈতিক বিষয়ক সাবেক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও মহিলা নেত্রী শিরীন সুলতানা। 
নির্বাচন কমিশনে এসে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের কে বৈঠক করেন। তবে কী বিষয়ে বৈঠক হয়েছে তা জানা যায়নি।

একটি কেন্দ্রে শতভাগ ভোট!

হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের নোয়াগাঁও ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে! ওই কেন্দ্রের ২ হাজার ৬শ ভোটারের মধ্যে সবাই ভোট দিয়েছেন বলা হয়েছে। তবে শতভাগ ভোট কাষ্ট হওয়ার বিষয় প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। 
প্রত্যক্ষদর্শী সুমন নামের এক যুবক জানান, নোয়াগাও ভোট কেন্দ্রের আশপাশে ভোটারের তেমন উপস্থিতি ছিল না। ভোটারদের লাইন দিয়ে দাঁড়ি থাকতেও দেখা যায়নি।  
অভিযোগ পাওয়া গেছে, ওই কেন্দ্রের অনেক ভোটার ইতিমধ্যে মারা গেছেন এবং কেউ বা দীর্ঘদিন যাবত বিদেশে। এর বাইরে রয়েছেন ১৮ দলীয় সমর্থক ভোটার। তারপরও শতভাগ ভোট পড়েছে বলে জানানো হয়েছে। 

ভোট পড়েছে ১০ শতাংশেরও কম : ফেমা

ফেয়ার ইলেকশন মনিটিরিং এ্যালায়েন্স (ফেমা ) এর প্রধান মুনিরা খান জানিয়েছেন, আজকের নির্বাচনে সব মিলিয়ে ১০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছেন। বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪কে তিনি একথা বলেন। তিনি জানান, ”আমি নিজে রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমি খুব কম ভোটরের উপস্থিতি দেখেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আমাদের পর্যবেক্ষকরা যেসব খবর দিয়েছেন তাতেও ১০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানা গেছে। তিনি জানান, রাজধানীর অনেক কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টও জানাতে পারেন নি তিনি কোন প্রার্থীর পোলিং এজেন্ট। 
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc5Mg==&s=MjM=

দিনাজপুরে পুড়িয়ে দেয়া ৬৫ কেন্দ্রের ’ফলস’ ফলাফল তৈরীর নির্দেশ

দিনাজপুর ১, বিরগঞ্জ-কাহারোলে পুড়িয়ে দেয়া ৬৫ কেন্দ্রের ফলস ফলাফল তৈরি করে দিতে পিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছে স্থানীয় নির্বাচন অফিস। নাম প্রকাশ না করার শর্তে এক পিজাইডিং অফিসার জানান, আজ দুপুরে সেখানে ৮০ কেন্দ্রের মধ্যে ৬৫ কেন্দ্র বিক্ষোভ কারীরা পুড়িয়ে দেয়। যার কারণে সেখানের সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা কোন কিছুই বের করতে পারে নি। যা স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা জানেন। এর পরও বিকেল ৪টার পর স্থানীয় নির্বাচনী কার্যালয় থেকে তাদের ’ফলস’ ফলাফল সিট তৈরী করে তা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এমন নির্দেশে এখন তারা অসহায়।
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc5Nw==&s=MjM=

১০ ভাগ ভোট পড়েছে : বাংলাদেশ মানবাধিকার কমিশন

রোববারের জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ১০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন। রোববার কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ স্বাক্সরিত এক বিবৃতিতে বলা হয়, ভোট কেন্দ্রগুলোতে ভোটার ছিলো খুবই স্বল্প সংখ্যক। বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো শতকরা শূণ্য ভাগ থেকে ১০ ভাগ পর্যন্ত।  কিছু কিছু  কেন্দ্রে ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ওই সব আসনে সর্বোচ্চ ২০ থেকে ২৫ ভাগের বেশি ভোট পড়েনি। নির্বাচনকালে ১৫ জন নিহত ও দুই হাজার মানুষ আহত হয়েছে। ভোট স্থগিত হয়েছে ১৪৯ টি কেন্দ্রে । 
বিবৃতিতে আরো বলা হয়, রাজধানীর বেশকিছু কেন্দ্র ভোটারবিহীন থাকলেও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা আসলেই হঠাৎ করে ৪০-৫০ জন দলীয় কর্মী লাইন ধরে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কমিশনের বিবৃতিতে বলা হয়, ১০ ভাগ ভোটার উপস্থিতির নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলা যায়না। এজন্য তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন তফসিল দেয়ার দাবি জানান। আগেই নির্বাচিত ১৫৩ আসনের ফলাফলও বাতিলের দাবি জানান তারা।

৬৪ কেন্দ্রে একটিও ভোট পড়েনি

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৬৪টি ভোট কেন্দ্রে একটিও ভোট পড়েনি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রগুলোর কর্মকর্তার ভোট গ্রহণের জন্য প্রস্তুত থাকলেও একজন ভোটারও ভোট দিতে আসেননি। অথাৎ ৬৪টি ভোট কেন্দ্রই ভোটার শূণ্য ছিল। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন এসব কেন্দ্রের ভোটার সংখ্যা সর্বো নিম্ন ১ হাজার ৫শ’ থেকে সাড়ে তিন হাজারের মধ্যে। 
আমাদের সিলেট প্রতিনিধি এনামুল হক জুবের জানান সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ি রামদানা ভোট কেন্দ্রেও কেউ ভোট দিতে যাননি। ওই এলাকার রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দিন শেষে খালিই ছিল ব্যালটবক্স। ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো: বজলুর রহমান বিকেল ৪টায় সাংবাদিকদের জানান কোন ভোট কাস্ট হয়নি। তিনি বলেন, ভোট কেন্দ্রের এক হাজার ৯১০ জন ভোটারের কেউই ভোট দিতে আসেননি।

বগুড়া-৪ আসনে ৮ ঘণ্টায় ভোট পড়েছে ৭টি , দিন শেষে ৩৫,৬৯৩ ভোট

দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ওছলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭টি। এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন এর মধ্যে ১ হাজার ২৬ জন। সেখানে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হলেও টানা আট ঘণ্টা ভোট পড়েছে মাত্র সাতটি। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হাজী নুরুল আমিন বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫টি এবং জাসদ মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ভোট পেয়েছেন ২টি। - See more at: http://dhakatimes24.com/2014/01/05/10989#sthash.xG0W9MCv.dpuf

বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী বিজয়ী
(কাহালু-নন্দীগ্রাম) আসনের ১০৫টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল আজ রাত আটটায় ঘোষণা করা হয়। এই আসনে ২২ হাজার ২০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাসদ মনোনীত প্রার্থী (মশাল মার্কা) রেজাউল করিম তানসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমীন বাচ্চু (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৮৯ ভোট। - See more at: http://dhakatimes24.com/2014/01/05/10997#sthash.0rSDp4eo.dpuf

হঠাৎ ফোনে বন্ধ হয়ে গেল সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন ডেকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর ভোট জালিয়াতির বর্ণনা দিচ্ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মিজানুর রহমান। কিন্তু মুঠোফোনে কথা বলার পরই হঠাৎ করে চুপ করে যান তিনি। শেষ করে দেন সংবাদ সম্মেলন।
আজ রোববার দুপুর পর্যন্ত মিজানুর রহমান বিভিন্ন কেন্দ্রে ঘোরেন। বিকেল সোয়া তিনটার দিকে তিনি সিংড়া বাজারের নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদের চাপে ৯৫ নম্বর পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিবর রহমান ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টা আগেই ওই কেন্দ্রের রেজাল্ট শিটে তাঁর (মিজানুর রহমান) এজেন্টদের জোর করে সই করান। এ ছাড়া হিজলী, সোনাপুর, সাতপুকুরিয়া, স্থাপনদিঘী ও নূরপুর ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এসব কেন্দ্রের একটি কক্ষে নৌকা প্রতীকের একাধিক এজেন্ট যান। সেখানে নৌকা প্রতীকের এজেন্টরা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেছেন।

বেলা ১টায় ৩, চারটায় ৭০ শতাংশ ভোট কাস্টিং!


ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে দেয়া ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের তিনটি আসনে মাত্র ১৫ থেকে ১৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সরেজমিনে ঘুরে এমনটিই জানা গেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে(পীরগঞ্জ)উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করে নিজেরাই সিল মারে। ফলে বেলা ১টার ৩ শতাংশ ভোট কাস্টিং বিকেল ৪টায় হয়ে যায় ৭০ ভাগের ওপরে।

প্রতি ছয় সেকেন্ডে একটি ভোট!

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনে আজ রোববার করিমগঞ্জ ও তাড়াইলের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে বেলা ১টা পর্যন্ত শতকরা আট থেকে ১০ ভাগ ভোট পড়েছে।করিমগঞ্জের জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, কিরাটন উচ্চবিদ্যালয়, সাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়া উচ্চবিদ্যালয়, তাড়াইলের ঘোষপাড়া উচ্চবিদ্যালয়সহ অন্তত ২৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে বেলা ১টা পর্যন্ত ওই সব কেন্দ্রে ১০ শতাংশ ভোট পড়েছে।কিন্তু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর নিজ বাড়ির কেন্দ্রে বেলা ১টার মধ্যে ৯০ শতাংশ ভোট পড়েছে।

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক ব্যক্তি ভোট দেন বারবার

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক ব্যক্তি সকালে ভোট দেন। যা দেখানো হয় সকাল এগারটায়। তার গায়ে ছিল টি-শার্ট আর জিন্স। 

বিকালের দিকে সেই একই কেন্দ্রে একই লোক আবার ভোট দিতে আসে লাল পাঞ্জাবী পড়ে। 

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার একটি অ্যাশ রঙের কোট পড়ে সেই একই জায়গায় বসে আছেন। আর একই মানুষ বার বার ভোট দিয়ে যাচ্ছে। 

video : https://www.facebook.com/photo.php?v=10153721551650691&set=vb.16161075690&type=2&theater

পটুয়াখালী-১ আসনে ভোট বর্জন করল দুই প্রার্থী

লাঙ্গল প্রতীকের প্রার্থী ও তার সমর্থক কর্তৃক বিভিন্ন কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, জালভোট, এজেন্ট বের করে দেওয়াসহ ভোটগ্রহনের নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পটুয়াখালী-১ আসনের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম। আজ রবিবার বিকেল ৩টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ওই ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে আজ বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী প্রেসক্লাবে জাসদ প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত ভোটগ্রহনে অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন। একই সাথে তিনি নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটগ্রহন চেয়েছেন।

উল্লেখ্য, এই আসনে তিনজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদার ছাড়া অন্য দুই প্রার্থী জাসদের এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত এবং স্বতন্ত্র ডা. শফিকুল ইসলাম এই ভোট বর্জণ করেছেন। - See more at: http://www.kalerkantho.com/online/country-news/2014/01/05/38447#sthash.JPbfATMz.dpuf

লালমনিরহাটের ৩১ কেন্দ্রে কোনো ভোট পড়েনি


শীর্ষ নিউজ ডটকম, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি । এ কেন্দ্রগুলো হলো- বড়বাড়ী, পঞ্চগ্রাম, কুলাঘাট, মহেন্দ্রনগন ও হারাটি ।

সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাগণ শীর্ষ নিউজকে এ তথ্য জানান।

সকাল থেকে এসব কেন্দ্রে কোন ভোটার চোখে পড়েনি । এমনকি এ কেন্দ্রগুলোতে কোন প্রার্থীর এজেন্ট পর্যন্ত ছিল না । নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রগুলোতে অলস সময় কাটাতে দেখা গেছে ।

তবে স্থানীয়রা জানান, পছন্দের প্রার্থী না থাকায় তারা ভোট দিতে যায়নি।

কিশোরগঞ্জ-৩ আসনে ২২ টি কেন্দ্রে কারচুপির অভিযোগ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ২২টি কেন্দ্রে ভোট কারচুপি ও ৮ টি কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়া হয়নি বলে স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হকের অভিযোগ।
ভোট গ্রহণ শেষে তার প্রতিক্রিয়ায় এ প্রতিনিধির কাছে তিনি এ অভিযোগ করেন।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও অনেক কেন্দ্রে বেলা ১০ টা পর্যন্ত কোন ভোটার দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছু বাড়তে থাকে। জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নু (লাঙল) সকাল সাড়ে ৯ টায় তার নিজ কেন্দ্র তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হক (হরিণ) সকাল সাড়ে ৮ টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
তবে কোন কেন্দ্রেই বড় ধরনের কোন অঘটনের খবর পাওয়া যায়নি। 
- See more at: http://www.bd-pratidin.com/2014/01/05/36206#sthash.3HS49hcR.dpuf

মতিয়ার বিরুদ্ধে কারচুপির অভিযোগ, বাদশার নির্বাচন বয়কট -

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বদিউজ্জামান বাদশা নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজ রবিবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বদিউজ্জামান বাদশা অভিযোগ করেন, নকলা উপজেলার ৬৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্র থেকে তার প্রতিনিধিদের বের করে দিয়ে প্রকাশ্যে প্রশাসনের সহায়তায় একজন একাধিক ভোট দিয়েছে।
তিনি বলেন, এই নির্বাচন করার আর কোনও সুযোগ নেই। বিরোধী দলের কথাই ঠিক। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
- See more at: http://www.bd-pratidin.com/2014/01/05/36190#sthash.uW7UxLpo.F0IF0rYG.dpuf

সাহারার আসনে শেষ বিকেলে ‘ভোট’ উৎসব

শামসুজ্জামান নাঈম
আরটিএনএন
ঢাকা: দিনভর অপেক্ষা। নেই ভোটার। বসে বসে খোশগল্পে বিভোর। একটি ভোটের পর আরেকটির জন্য অপেক্ষা। তীর্থের কাকের মত। এভাবে চলেছে বিকেল ৩টা।

হঠাৎ বৈপ্লবিক পরিবর্তন। বাইরে লাইনে কেউ না থাকলেও বুথ ঘিরে ভীড়। একজনের হাতে একাধিক ব্যালট। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসাররা যেন কিছুই দেখছেন না।

সারা দিনে যেখানে ২/৩ শতাংশও ভোট পড়েনি। নিমিষে তা বেড়ে কয়েকশ’ গুণ। ঘটনাটি ঘটেছে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ঢাকা-১৮ আসনে।

টেকনাফে একা একহাজার ভোট দেয়ার রেকর্ড

কক্সবাজার অফিস : কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনে ভোট ডকাতি ও ব্যালটে সীল মারার নজির স্থাপন করেছে সরকার দলের ক্যাডাররা। টেকনাফে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান বদির এক আত্মীয় একা একহাজার ভোট দিয়ে রেকরড গড়েছে।আজ সকালে বদির ওই অত্মীয় টেকনাফ কলেজ কেন্দ্রে একহাজার ভোট দিয়েছে বলে জানাগেছে। এভাবে উখিয়া-টেকনাফের ভোট কেন্দ্র গুলোতে ভোটার না আসলেও সরকারী দলের ক্যাডারা ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি করেছে। এদিকে উখিয়া-টেকনাফ আসনে অধিকাংশ ভোট কেন্দ্রে বদির ভোট ডাকাতীর অভিযোগে এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া। - See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152932.php#sthash.sjeHkDQC.npazNztl.dpuf

শেষ মুহূর্তে চলছে ‘সীল’ মারার মহোৎসব

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে শেষ মুহূর্তে জোর করে সীল মারার মহোৎসব চলছে। দুপুরের পর থেকে ভোটার সংখ্যা ও ভোট বাড়াতেই প্রশাসনের ইঙ্গিতে এ মহোৎসব শুরু হয়। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদেও বলেছেন ,‘আমরা ঘণ্টায় ঘণ্টায় ভোট পরিস্থিতির খবর নেয়ার চেষ্টা করছি। কিন্তু তারা প্রক্রিয়া চলমান থাকায় হিসাব দিতে পারছেন না। পুরো পরিস্থিতি জানতে হলে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরও বলেছেন, শেষ মুহূর্তে ভোটার সংখ্যা দেখে বিরোধীরা হতাশ হবেন। ইতোমধ্যে সরকারদলীয় প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে ৮জন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন। প্রশাসনের নির্দেশে শেষ মুহূর্তে জাল ভোট দিয়ে ভোটার সংখ্যা বাড়ানোর যে আশংকা ছিল শেষ পর্যন্ত তা-ই সত্যি হতে চলেছে। সারাদেশের ভোটকেন্দ্রের তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়ে বলে জানা গেছে। এই হার শেষ পর্যন্ত ৩০ বা তারও বেশি সংখ্যায় নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ আর আওয়ামী লীগ কর্মীদের কেন্দ্রে ঢুকে জোর করে দেদারসে সীল মারার মহোৎসব চলছে। এ চিত্র জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের বিভিন্ন কেন্দ্রের। চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জাতীয় পার্টি প্রার্থী সিরাজুল ইসলাম জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। - See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152920.php#sthash.xmxIFW3Y.dpuf

ঢাকা-৫ আসনে জাল ভোটের মহোৎসব

ঢাকা-৫ আসনে জাল ভোটের মহোৎসব
শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া স্কুল ভোটকেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্টরা বিরতিহীনভাবে জাল ভোট দিয়েছেন। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর তারা অন্য প্রার্থীদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দেয়া শুরু করে।

তখন সেখানে অবস্থানরত গনমাধ্যমের কর্মীদেরকে জাল ভোট দেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ভাই আপনার এখান থেকে চলে যান। এ সময় আপনার এখানে থাকবেন না।

অন্যদিকে এ আসনের যাত্রাবাড়ী আরকে চৌধুরি কলেজ, সবুজবাগ বিদ্যাপীঠ, কোনাপাড়া মান্নান স্কুলের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র দেখা গেছে। - See more at: http://www.sheershanews.com/2014/01/05/20609#sthash.mSaNCQcL.dpuf

কুষ্টিয়ায় ২ গ্রুপে সংঘর্ষে ব্যালট বাক্স ছিনতাই : ভোটগ্রহণ স্থগিত

কুষ্টিয়ায় ২ গ্রুপে সংঘর্ষে ব্যালট বাক্স ছিনতাই : ভোটগ্রহণ স্থগিত
শীর্ষ নিউজ ডটকম, কুষ্টিয়া :  কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের পূর্ব তারাগুনিয়া কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী আফাজ উদ্দিন গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  সংঘর্ষে কারণে প্রশাসন ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দিয়েছে।

কেন্দ্রের প্রিজাইন্ডিং অফিসার আশরাফুল আলম জানান, দুপুর আড়াইটার দিকে আওয়ামীলীগ প্রার্থী আফাজ উদ্দিনের ছেলে আরিফের নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী ক্যাডার ভোটকেন্দ্রে হামলা করে। তারা তিন হাজার ৮৪৭ টি ব্যালটসহ নির্বাচনী সকল মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

পরে বের হয়ে যাওয়ার সময় স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। - See more at: http://www.sheershanews.com/2014/01/05/20606#sthash.eCcoZ8Lh.dpuf

এক্সক্লুসিভ ভিডিও >> দৌড়ে পালানোর সময় জাল ভোটকারীকে হাতেনাতে ধরলো একুশে রিপোর্টার

কুষ্টিয়ায় ভোটার লাইনে ভাড়া করা লোক

কুষ্টিয়া সরকারি কলেজের মহিলা কেন্দ্রে সকাল সাড়ে ১০টার চিত্র। কোনো ভোটার নেই। ভোট পড়েছে মাত্র ১৩টি।
কুষ্টিয়ায় অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটরদের উপস্থিতি নেই। সকাল ১০টা পর্যন্ত শহরের অধিকাংশ কেন্দ্রে ১০-২০টি ভোট কাস্ট হয়েছে। সব কেন্দ্রই ভোটার শূন্য তবে সরকারদলীয় প্রার্থীদের ভাড়া করা কিছু লোক কয়েকটি কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে শহরের সরকারি কলেজ কেন্দ্রে সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নেতা হানিফ ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এই খবরে সেখানে ভোড়মারা উপজেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ১৬ জন যুবককে নিয়ে লাইন দিয়ে দাঁড়ান। পৌনে ১০টায় হানিফের ভোট দেয়া শেষ হলে ওই লাইনে আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি।

জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটকেন্দ্রে সাংসদকে আটকে রাখলেন ভোটাররা!

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ভোটকেন্দ্র বাড়ুইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে  আওয়ামী লীগের সাংসদ জহিরুল হক ভুঁইয়া মোহন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুঁইয়াকে এক ঘণ্টা আটকে রাখেন ভোটাররা। তাঁদের অভিযোগ, সাংসদ ও আওয়ামী লীগের ওই নেতা কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছিলেন।
আজ রোববার আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ভোটারদের অভিযোগ, সাংসদ ও আওয়ামী লীগের ওই নেতা ভোটকেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছিলেন। পরে পুলিশ গিয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে। সেখান থেকে সাংসদ ও আওয়ামী লীগের নেতাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এখলাস মোল্লার ভোট বর্জন

এখলাস মোল্লার ভোট বর্জন
পরিবর্তন প্রতিবেদক 
ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা নির্বাচন বর্জন করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি নিজে নির্বাচন কমিশনে এসে চিঠিটি জমা দেন।
তার অভিযোগ, সেখানে কয়েকটি কেন্দ্রে ব্যাপক জালভোট, ভোট কারচুপি ও ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে।
অভিযোগ করে তিনি আরো জানান, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের ১২৯ কেন্দ্র থেকে ৭০টি কেন্দ্র থেকেই তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে কামাল মজুমদারের লোক জন।

ভোটার নেই, তবু ভোট পড়েছে ৯০ ভাগ!

বেলা একটা। ঘটনাস্থল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদ্রাসা কেন্দ্র। প্রার্থী দুজন। একজন জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু। প্রতীক লাঙ্গল। আরেকজন স্বতন্ত্র দলের প্রার্থী মিজানুল হক। প্রতীক হরিণ। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, কেন্দ্রের দুই হাজার ১১৯ ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট পড়েছে। সেখানে সরেজমিন গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। ভোটার কোথায়, জানতে চাইলে তিনি বলেন, সবাই আগেভাগে ভোট দিয়ে চলে গেছেন। এ জন্য কেনো ভোটার দেখা যাচ্ছে না। পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, সবাই ভোট দিয়ে চলে গেছে। এ জন্য কেন্দ্রে কেউ নেই।

ভিডিও >> ভোট দিয়েও আবার লাইনে আছেন ভোটার !

শেষ মুহূর্তে ভোটার সংখ্যা বাড়িয়ে ফল গণার নির্দেশ

স্টাফ রিপোর্টার : সারাদেশে ভোটারবিহীন নির্বাচনের গ্লানি মুছতে শেষ মূহূর্তে ভোটারের উপস্থিতি বেশি দেখানোর জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও প্রশাসনকে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ভোটারদের উপস্থিতি এতোটাই কম যে, নূন্যতম ভোট পড়ারও কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে করে সরকার আরও সমালোচনার মুখে পড়তে যাচ্ছে। সে কারনেই প্রশাসনকে শেষ মুহূর্তে ভোটার সংখ্যা বাড়িয়ে ভোট গণণা করার মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী নির্বাচন পরিচালনা উপকমিটির সমন্বয়ক মহিউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের বলেছেন, শৈত্যপ্রবাহের কারনে ভোটারদের উপস্থিতি কম। রোদ পড়লে ভোটার সংখ্যা বাড়বে। - See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152904.php#sthash.UNn7Tn6D.ptnLJ4SI.dpuf

চট্টগ্রামে ভোটার ছাড়াই চলছে ভোটগ্রহণ

কেন্দ্রে কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, গুলি ও অগ্নিসংযোগ, ভোটারদের অনুপস্থিতি এবং কঠোর নিরাপত্তার মধ্যে ঢিলেঢালাভাবে চলছে চট্টগ্রামের দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মহানগরীর সাতকানিয়া উপজেলার কয়েকটি কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণ ও সাউন্ড গ্রেনেড হামলা হয়েছে। ভোটার না থাকায় উপজেলার এওছিয়ার দুটি কেন্দ্র এবং মানুষের মলমূত্র ফেলায় একটি কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরু করা যায় নি।

কেন্দ্রের বাইরে মুহুর্মুহু ককটেল, ভেতরে দেদারসে জাল ভোট

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
নতুন বার্তা ডটকম
চট্টগ্রাম: কেন্দ্রের আশেপাশে চলছে ভোট বিরোধীদের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, হামলার চেষ্টা আর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া। পাশাপাশি চলছে ছাত্রলীগ-যুবলীগ আর আওয়ামী লীগ কর্মীদের কেন্দ্রে ঢুকে জোর করে দেদারসে সীল মারার মহোৎসব। এ চিত্র জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের বিভিন্ন কেন্দ্রের। চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জাতীয় পার্টি প্রার্থী সিরাজুল ইসলাম জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্র ও সংবাদকর্মীরা জানান, লোহাগাড়ায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ১০ থেকে ১৮টি করে ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন প্রিসাইডিং অফিসার। কিন্তু সাড়ে ১০টা থেকে আধ ঘন্টার মধ্যেই প্রায় ৪০০ ভোট কাষ্ট দেখানো হয় লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। একই অভিযোগ এসেছে পূর্ব তাতীপাড়া কেন্দ্র থেকেও। আধ ঘণ্টার ব্যবধানে ১২ ভোট থেকে কাস্ট ভোটের সংখ্যা দেখানো হয় ৭০০টি।

কামালের হুমকিতে পরিচয়পত্র ছাড়াই মিরপুরে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: সমর্থকদের যে কোনো উপায়ে ভোট দেওয়ার সুযোগ দিতে প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা-১৫ আসনের বেশ কয়েকজন ভোটার মনিপুর উচ্চ বিদ্যালয়ে (বালিকা শাখা) আসেন ভোট দিতে। তারা ভোটকেন্দ্রে এসে দেখেন তাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে কেন্দ্রের ভোটার তালিকার ছবির কোনো মিল নেই।’

নাটোরে ভোটারের বদলে লাইনে রাজহাঁস!

সকাল ১১টা। সিংড়া শহরের দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সামনে বিশাল মাঠ। ভোটের দিন তাই স্বাভাবিক ভাবেই সেখানে ভোটারের লাইন থাকার কথা। সকাল গড়িয়ে দুপুর এলেও ভোটারের নাম গন্ধ নেই। কর্মকর্তা আর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা লোকজন কাটাচ্ছেন অলস সময়। শীতের সকালে মাঠে রোধে বসে গা গরম করে নিচ্ছেন। ঠিক তাদের সামনেই দেখা গেলো কিছু রাজহাঁসকে রোধে গা গরম করে নিতে। কিছুক্ষণ পরে দেখা গেল, যেখানে ভোটারের লাইন থাকার কথা, সেখানে নির্বিঘেœ একটি রাজহাস রোদে দাঁড়িয়ে আছে। লম্বা গলা পেছনে এনে পিঠের উপর লোমের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তার সামনেই রয়েছেন আনসার সদস্যরা। এর কিছু দূরে পুলিশের সদস্যদেরও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হওয়া লোকজনের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত হাসগুলো সেখানেই দাঁড়িয়ে ছিল। 

৩০৪ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার  ছিনিয়ে নেয়া সহ নাশকতার  কারণে সারাদেশে ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসি সূত্রে জানা গেছে, রংপুরে ৮৪টি, গাইবান্ধায় ৪৩টি, নীলফামারীতে ৯টি, দিনাজপুরে ৪৫টি, বগুড়ায় ১৩টি, হবিগঞ্জে ২টি, লক্ষ্মীপুরে ৩টি, চট্টগ্রামে ২টি, ঠাকুরগাঁওয়ে ৭০টি, কুমিল্লায় ৯টি, জামালপুরে ৪টি, ঠাকুরগাঁওয়ে ৩, যশোরে ২০ ও ফেনীতে ১টিসহ মোট ৩০৪টি ভোটকেন্দ্রে  ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সারাদেশে ৫৯ জেলায় ১৪৭টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও, বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় নির্বাচনী সরঞ্জাম নষ্ট হওয়ায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রের মধ্যে দুই শতাধিক কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
http://mzamin.com/details.php?mzamin=NTgxNQ==&sMQ==

ভিডিও >> লাইন আছে, ভোট মাত্র ১ !

ভিডিও >> লাইন আছে, ভোট মাত্র ১ !

কান ধরে ভোটারদের কাছে ক্ষমা চাইলেন নজীবুল বশর

চট্টগ্রাম: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট সমর্থিত তরিকত ফেড়ারেশনের প্রার্থী মাওলানা নজিবুল বশর মাইজভান্ডারী তার ব্যবহারের জন্য কান ধরে ক্ষমা চেয়ে ভোটারদের ক্ষোভ থেকে রেহাই পান। উপজেলার দক্ষিণ নিশ্চন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে একটি ভোটও কাস্ট হয়নি। নির্বাচনে প্রার্থী হয়ে কোনো প্রার্থীই ভোটারদের কাছে ভোট চাইতে যাননি। এর প্রতিবাদে এলাকার সব ভোটার সম্মিলিতভাবে কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। যারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন তারাও ভোট দান থেকে বিরত থাকেন।

অনিয়ম ও কারচুপির অভিযোগ সরে দাঁড়ালেন ৫ জেলার ৭ প্রার্থী

নতুন বার্তা ডেস্ক
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ঢাকা, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়ীয়া, বরিশাল, জামালপুরের ৭ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

সরে দাঁড়ালেন ঢাকা-১৫ আসনের প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা
কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এখলাস উদ্দিন মোল্লা।

রোববার সকালে তিনি নির্বাচন কমিশনে এসে চিঠি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ১২৯টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে সরকার দলীয় প্রার্থী কামাল মজুমদার। এছাড়াও তিনি কারচুপি ও ভয়ভীতির অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুর-৪ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
লক্ষ্মীপুর: ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি-কমলনগর) তিন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এই দুই প্রার্থী হলেন এ কে এম শরিফ উদ্দিন (ফুটবল) ও আজাদ উদ্দিন চৌধুরী (হরিণ)।
নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ আল মামুন।

নির্বাচন বর্জনের পর শরিফ উদ্দিন বলেন, প্রচুর কারচুপি ও ভোট জালিয়াতি হচ্ছে। ২৫টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। একটি কেন্দ্রে তার নিজের বোন পোলিং এজেন্ট ছিলেন। তাকে ঢুকতেই দেয়া হয়নি। কারচুপি ও জাল ভোটের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এক্সক্লুসিভ ভিডিও >> ভুয়া ভোটার দিয়ে লাইন লম্বা, টিভি ক্যামেরায় ধরা

এক্সক্লুসিভ ভিডিও >> ভুয়া ভোটার দিয়ে লাইন লম্বা, টিভি ক্যামেরায় ধরা

বাপের বেটা, একাই ৪৫০

পাবনার বেড়া উপজেলায় পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন জোর করে ব্যালটে সিল দিয়েছেন। এসময় প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের তালা প্রতীকের এজেন্ট নূর ইসলামকে মারধর করে তারা। আজ সকালে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান জানান, ১৫-২০ লোক ভয়ভীতি দেখিয়ে জোর করে ৯৯টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়।

ঝালকাঠিতে ভোট দিচ্ছেন অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক

ঝালকাঠিতে ভোট দিচ্ছেন অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক
শীর্ষ নিউজ ডটকম, ঝালকাঠি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের ভোটারদের মধ্যে অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া এ আসনের ৮৮টি ভোট কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রেই জাতীয় পার্টি প্রার্থীর কোন এজেন্ট পাওয়া যায়নি।

সরেজমিনে সকাল ৮ থেকে ১২টা পর্যন্ত এ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে এ চিত্র ।

সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলার কানুদাশকাঠি সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় আওয়ামী লীগ প্রার্থীর প্রচারকার্ড লাগিয়ে বুথের সামনে উঠতি বয়সি এক তরুণ ব্যস্ততার সাথে প্রবেশ করছেন। তার ভোটদান সম্পন্নের পর জানা যায়, ওই ভোটারের নাম মো. সবুর হোসেন, পিতা মৃত ফিরোজ খান, তিনি কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্র।