লাঙ্গল প্রতীকের প্রার্থী ও তার সমর্থক কর্তৃক বিভিন্ন কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, জালভোট, এজেন্ট বের করে দেওয়াসহ ভোটগ্রহনের নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পটুয়াখালী-১ আসনের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম। আজ রবিবার বিকেল ৩টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ওই ভোট বর্জনের ঘোষণা দেন।
এদিকে আজ বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী প্রেসক্লাবে জাসদ প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত ভোটগ্রহনে অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন। একই সাথে তিনি নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটগ্রহন চেয়েছেন।
উল্লেখ্য, এই আসনে তিনজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদার ছাড়া অন্য দুই প্রার্থী জাসদের এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত এবং স্বতন্ত্র ডা. শফিকুল ইসলাম এই ভোট বর্জণ করেছেন। - See more at: http://www.kalerkantho.com/online/country-news/2014/01/05/38447#sthash.JPbfATMz.dpuf
No comments:
Post a Comment