Sunday, 5 January 2014

দিনাজপুরে পুড়িয়ে দেয়া ৬৫ কেন্দ্রের ’ফলস’ ফলাফল তৈরীর নির্দেশ

দিনাজপুর ১, বিরগঞ্জ-কাহারোলে পুড়িয়ে দেয়া ৬৫ কেন্দ্রের ফলস ফলাফল তৈরি করে দিতে পিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছে স্থানীয় নির্বাচন অফিস। নাম প্রকাশ না করার শর্তে এক পিজাইডিং অফিসার জানান, আজ দুপুরে সেখানে ৮০ কেন্দ্রের মধ্যে ৬৫ কেন্দ্র বিক্ষোভ কারীরা পুড়িয়ে দেয়। যার কারণে সেখানের সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা কোন কিছুই বের করতে পারে নি। যা স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা জানেন। এর পরও বিকেল ৪টার পর স্থানীয় নির্বাচনী কার্যালয় থেকে তাদের ’ফলস’ ফলাফল সিট তৈরী করে তা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এমন নির্দেশে এখন তারা অসহায়।
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc5Nw==&s=MjM=

No comments:

Post a Comment