কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের দেয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় পেটুয়া সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী। গতকাল বিকালে শহরের বড় বাজার রেল স্টেশনে বিএনএফ’র জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। বিএনএফ মনোনীত প্রার্থী লিটন অভিযোগ করেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ২০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান করায় নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মাহবুব-উল আলম হানিফের লোকজন তার কর্মীদের উপর দফায় দফায় হামলা, নির্বাচন নিয়ে অপপ্রচার, হুমকি-ধমকি দেয়াসহ তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনএফ প্রার্থী রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী বলেন, গত সোমবার কুষ্টিয়ার পিটিআই রোডে হানিফের বাসভবনের সামনে তার প্রচারণার মাইক ভাঙচুর করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব-উল আলম হানিফের পেটুয়া বাহিনী। এছাড়াও গত মঙ্গলবার থানাপাড়া বাঁধে নির্বাচনী প্রচারণার সময় এক কর্মীকে পেটানো হয়েছে। সংবাদ সম্মেলনে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বলে দাবি করে বলেন, তার পক্ষের পোলিং এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নির্বাচনে ভোট চুরি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। রাকিব উর রহমান খান চৌধুরী লিটন ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাকে ঠেকাতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জেলাজুড়ে প্রচার করা হচ্ছে বিএনএফ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু এটি ভুয়া তথ্য। লিটন বলেন, সারা দেশে আমিসহ ২২জন প্রার্থী রয়েছে বিএনএফ’র। নির্বাচন নিয়ে কোন আপস হবে না। বিএনএফ নির্বাচনে রয়েছে। কুষ্টিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে তিনি অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে মাহবুব-উল আলম হানিফকে পরাস্থ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিএনএফ’র কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক মীর হারুন-অর-রশীদ ইদ্রিস, বিএনএফ-এর নেতা রোকনউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, তার দাবির কোন সত্যতা নেই।
http://mzamin.com/details.php?mzamin=+NTYyNQ%3D%3D&s=Mw%3D%3D
No comments:
Post a Comment