Sunday, 5 January 2014

কিশোরগঞ্জ-৩ আসনে ২২ টি কেন্দ্রে কারচুপির অভিযোগ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ২২টি কেন্দ্রে ভোট কারচুপি ও ৮ টি কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়া হয়নি বলে স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হকের অভিযোগ।
ভোট গ্রহণ শেষে তার প্রতিক্রিয়ায় এ প্রতিনিধির কাছে তিনি এ অভিযোগ করেন।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও অনেক কেন্দ্রে বেলা ১০ টা পর্যন্ত কোন ভোটার দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছু বাড়তে থাকে। জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নু (লাঙল) সকাল সাড়ে ৯ টায় তার নিজ কেন্দ্র তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হক (হরিণ) সকাল সাড়ে ৮ টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
তবে কোন কেন্দ্রেই বড় ধরনের কোন অঘটনের খবর পাওয়া যায়নি। 
- See more at: http://www.bd-pratidin.com/2014/01/05/36206#sthash.3HS49hcR.dpuf

No comments:

Post a Comment