Friday 23 August 2013

দেইখা লন বাংলাদেশের টিভি চ্যানেল ও পত্রিকাগুলোর মালিক কারা

সত্যিকারের সাংবাদিকদের হাত থেকে বাংলাদেশে ব্যাবসায়ী / শিল্পপতিদের হাতে সর্বোপরি কর্পোরেট হাউজগুলির নিয়ন্ত্রণে মেইনস্ট্রিম মিডিয়ার নিয়ন্ত্রন কিভাবে চলে গেছে বা যাচ্ছে নিচে তার কিছু উদাহরন দেয়া হলো। দু-একটি ব্যাতিক্রমও এখানে আছে। তবে কতদিন থাকবে তাই এখন দেখার বিষয়। তাই স্বাভাবিকভাবে শিল্পপতি/ব্যাবসায়ীদের ব্যাবসায়িক স্বার্থই যে অন্য যেকোন কিছুর চাইতে বেশী গুরুত্ব রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাঠক / শ্রোতা / দর্শক অথবা দেশের স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ নয়।

পত্রিকার সম্পাদক বা টিভির বার্তা প্রধান এর সদিচ্ছাও মূখ্য নয় বরং ফাইন্যান্সার এর ইচ্ছাই মূখ্য। যারা এখনও কোন মিডিয়ার নিয়ন্ত্রণ নিতে পারেন নি তাদের চেষ্টা হলো একটা নিজের মিডিয়া প্রতিষ্ঠা । আর তা না হলে পুরোনো মিডিয়াগুলির মাঝ থেকে যেকোন একটির নিয়ন্ত্রণ নেয়া। আর একারনেই প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন নাটক পর্দার আড়ালে বা সামনে ঘটে চলেছে ।


প্রথমে আমরা এখানে টিভি চ্যানেলগুলোর মালিকানা দেখবো।  তারপর পত্রিকাগুলোর মালিকানা দেখবো ।

দেশে প্রায় ২২ টি টিভি চ্যানেল আছে । আসুন এক নজরে দেখে নিই এই সব টিভি চ্যানেলের মালিক কারা কারা । 

১। ইনডিপেনডেন্ট টিভি : মালিক আওয়ামী ব্যবসায়ী দেউলিয়া সালমান এফ রহমান । 

২। ৭১ টিভি : মালিক কট্টর আওয়ামী বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ। 

৩। দেশ টিভি : মালিক আওয়ামী সাবেক এম. পি সাবের চৌধরী কিন্তু চালাচ্ছেন আওয়ামী এম . পি আসাদুজ্জামান নুর । 

৪। বৈশাখী টিভি : মালিক আওয়ামীপন্থী ব্যাবসায়ী গ্রুপ ডেসটিনি । কিন্তু চালাচ্ছেন আওয়ামী - বাম সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল । 

৫। গাজী টিভি : মালিক আওয়ামী এম.পি গাজী গাজী গোলাম দস্তগীর। 

৬। বাংলাভিশন : চালাচ্ছেন এক কালের বাম যুব নেতা মোস্তফা ফিরোজ । সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা বি এন পি এর সাদেক হোসেন খোকার ।

৭। চ্যানেল আই : মালিক ফরিদুর রেজা সাগর , বাম-আওয়ামী সাংকৃতিক কর্মী। 

৮ । এটি এন বাংলা : মালিক মাহফুজুর রহমান । আওয়ামী লীগের মানুষ । চালাচ্ছেন আওয়ামী বাম সাংবাদিক জ .ই . মামুন ।

৯। এটি এন নিউজ : চালাচ্ছেন আওয়ামী পন্থী মুন্নী সাহা । 

১০। মোহনা টিভি : মালিক আওয়ামী এম.পি কামাল মজুমদার।

১১। সময় টিভি : মালিক আইন প্রতিমন্ত্রী  কামরুল ইসলামের ভাই 

১২। চ্যানেল ২৪ : আওয়ামী লীগ নেতা ও হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ। সাবেক আওয়ামী নেতা মাহমুদুর রহমান মান্নার সব হুকুম চলে। 

১৩। এন টিভি : বি .এন পি এর ফালু সাহেবের । কিন্তু প্রফেশনাল হবার চেষ্টা করতাছে । কিন্তু সাংবাদিক গুলা আ. লীগ এর । 

১৪ । দিগন্ত টিভি : ভয়ে ভয়ে চলতাছে । কখন কি জানি হয় । মালিক জামাত নেতা মীর কাশেম

১৫ । ইসলামী টিভি : যেমন ছিল আছে । নো কমেন্ট । বি.এন.পি নেতা ও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার।

১৬ । বিটিভি : মালিক যখন যে আসে সে । আমাগো টিভি, সরকারী টিভি ।

১৭। চ্যানেল ১ : এখন বন্ধ করা । কিন্তু মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস ও গিয়াসুদ্দিন মামুন । বন্ধ হবার কারন টা শুধু রাজনৈতিক । 

১৮। আর. টিভি : আওয়ামীপন্থী মালিক বেঙ্গল গ্রুপ । 

১৯। এস এ টি ভি ঃ এস আলম গ্রুপের । মালিক সাবেক আওয়ামী নেতা 

২০) চ্যানেল ৯ ঃ বিএনপি পন্থী এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের ভাবি ।

২১) ই টি ভি ঃ  একুশে টেলিভিশনের মূল উদ্যেক্তা ছিলেন ইটিভির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদ। একুশে টেলিভিশনের ৭০ ভাগ মালিকানা টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের। বাকী ৩০ ভাগের মালিকানা আগের ১৩ জন উদ্যোক্তাদের মধ্যে ৬ জনের ৫ ভাগ করে। তারা হচ্ছেন রউফ চৌধুরি (র‌্যাংগস গ্র“প), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ), অঞ্জন চৌধুরি (স্কায়ার), আব্দুস সালাম (সারাইটেক্স), লিয়কত হোসেন (এম এ এস স্কায়ার গ্র“প), তপন চৌধুরি, নাসির উদ্দিন আহমেদ চৌধুরি, আজম চৌধুরি, রুমি হোসেন, এ কে সালেক। 
মুলত অধিকাংশই আওয়ামীপন্থী ব্যাবসায়ী 

২২) মাছরাঙ্গা টিভি ঃ স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী । যারা মুলত আওয়ামী ও বাম সমর্থক 

২৩) মাই টি ভি ঃ হাসিনার কাছের লোক নাসির উদ্দিন সাথী ।

২৪) যমুনা টি ভি ঃ যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল । যিনি আওয়ামীলীগের নমিনেশন নেওয়ার চেষ্টায় আছেন ।

সাকার ছিল একটী চ্যানেল। নিউজের। সিএসবি নামের। কিন্তু ১/১১ এর সময় বিপ্লবী হতে গিয়ে সরকারের কোপানলে পড়ে বন্ধ হয়েছে।

১/১১ না হলে ফালু আরেকটী চ্যানেল আসত সেটার নাম হত "এন টিভি প্লাস" মেশিনারিজ ও নাকি এসে গিয়েছিল। ১/১১ এর ঝরে স্তগিত।

সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টূও অনুমতি পাইছিল এসএন টিভি নামে। ১/১১ এ শেষ। 





এবার দেখবো পত্রিকার মালিকানা ঃ 


১) বসুন্ধরা গ্রুপ  : আহমেদ আকবর সোবহান। যিনি একজন সুবিধাবাধী লোক । তবে বর্তমানে তার নিচের তালিকার মিডিয়া গুলো দিয়ে আওয়ামীলীগের এককভাবে দালালী করে যাচ্ছে
দৈনিক কালের কন্ঠ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন
The Daily Sun
banglanews24.com

 ২) ট্রান্সকম গ্রুপ: লতিফুর রহমান । যিনি ও একজন আওয়ামী ও বাম ঘরনার ব্যাক্তি। তার মালিকানায় আছে .........
দৈনিক প্রথম আলো
The Daily Star
ABC Radio

৩) হা-মীম গ্রুপ: এ.কে.আজাদ। ফরিদপুর থেকে আওয়ামী এম্পি প্রার্থী । তার মালিকানায় হোলো
দৈনিক সমকাল

৪) র‌্যাংগস গ্রুপ: রউফ চৌধুরী আওয়ামী পন্থী ব্যাবসায়ীর
দৈনিক সকালের খবর

৫) ইউনিক গ্রুপ: নুর আলী। আরও আছে পিএইচপি গ্রুপ
দৈনিক আমাদের সময়

৬) শেখ হাসিনার উপদেষ্টা সাল মান এফ রহমানের
বেক্সিমকো গ্রুপ:
The Daily Independent

bdnews24.com
দৈনিক মুক্তকন্ঠ (অধুনালুপ্ত)


৭) গ্লোব-জনকন্ঠ গ্রুপ: আতিকুল্লাহ খান মাসুদ । যিনি আওয়ামীলীগের কাছের লোক এবং এম্পি পদপ্রার্থী । তার মালিকানায় দৈনিক দৈনিক জনকন্ঠ

৮) ডেসটিনি গ্রুপ: সেক্টর কমান্ডার দুর্নীতিবাজ আওয়ামী নেতা হারুনুর রশিদের মালিকানায় আছে
দৈনিক ডেসটিনি
দৈনিক অপরাধকন্ঠ


৯) এইসআরসি গ্রুপ: সাইদ হোসেন চৌধুরী। যিনি আওয়ামী নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই । তার মালিকানায় দৈনিক যায়যায়দিন

১০) কর্ণফুলী গ্রুপ: বিসিবির সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা সাবের হোসনে চৌধুরর মালিকানায় আছে .........
দৈনিক ভোরের কাগজ
দৈনিক দিনের শেষে



১১) দিগন্ত মিডিয়াঃ জামায়াতপন্থী ব্যাবসায়ীদের মালিকানায় একটি গ্রুপের মালিকানায় আছে 
দৈনিক নয়াদিগন্ত

১২) দৈনিক সংগ্রাম ঃ জামায়াতে ইসলামের মুখপাত্

১৩) যমুনা গ্রুপ: / আওয়ামী সমর্থিত ব্যাবসায়ী নুরুল ইসলাম বাবুলের
দৈনিক যুগান্তর

১৪)ইত্তেফাক গ্রুপ: আনোয়ার হোসেন মন্জু। তিনি শেখ মুজিবের বন্ধু তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে । তার প্রকাশনায় আছে
দৈনিক ইত্তেফাক
সাপ্তাহিক রোববার
The New Nation


১৫) আওয়ামী লীগ নেতা আহমেদুল কবীরের
দৈনিক সংবাদ


১৬) এ.এস.এম. বাহাউদ্দিন। যিনি মাওলানা মান্নানের ছেলে ছিলেন । এক সময় বিএনপিপন্থী ছিলেন । এখন আওয়ামীলীগের সমর্থক হিসাবে কাজ করতেছেন । তার প্রকাশনার ইনকিলাবের অধিকাংশ মালিকানা শেয়ারবাজার লুণ্ঠনকারী আওয়ামী এম্পি লোটাস কামাল কিনে নেন ।
দৈনিক ইনকিলাব
সাপ্তাহিক পূণিঁমা


১৭) ফেরদৌস আহমেদ কোরেশী। একসময় বিএনপির নেতা ছিলেন । পরে বিএনপি ছেড়ে নিজেই দল করেন । তার মালিকানায় আছে
দৈনিক দেশবাংলা

১৮) মতিউর রহমান চৌধুরীঃ ডানপন্থী বলা হয় । তার মালিকানায় আছে
দৈনিক মানবজমিন

১৯) সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মালিকানায় আছে
দৈনিক আমার দেশ


এই হল আমাদের দেশের অধিকাংশ মিডিয়ার মালিকানার হালছাল ।


পোস্ট রেফারেন্স ঃ

 http://www.somewhereinblog.net/blog/mztanim/29790893 

http://www.somewhereinblog.net/blog/pressclub/29139473 

No comments:

Post a Comment