
এরপরও নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এই পদ্ধতিতে কারচুপি সম্ভব নয়-যা খুব সন্দেহজনক।
যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এবং অনেক তথ্যসমৃধ্য লিখা পড়তে নিচের লিঙ্কগুলো দেখুনঃ
- ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) : নির্বাচনের আগেই বিতর্কের সমাধান হোক
 
- চসিক(চট্টগ্রাম সিটি কর্পোরেশন) নির্বাচন: ফলাফল পাল্টে দেয়ার আশংকা
 
- ইভিএম ভোটিং - একটি ডিজিটাল প্রতারণা!!
 
- Electronic voting machine (EVM): The cheat box
 
http://bangladesh-web.com/view.php?hidRecord=322646
- ইভিএমে কারচুপি সম্ভব, দাবি মার্কিন বিশেষজ্ঞদের
 
- যে কারনে তাহারা ইভিএম চালু করিতে চাহেন......
 
আমাদের এই মারামারি-কাটাকাটির রাজনীতির কারণে পরবর্তিতে যখন জাতীয় নির্বাচন হবে তখন যেই দল নির্বাচনে হারবে সেই দল থেকেই অভিযোগ করা হবে নির্বাচনে 'ডিজিটাল কারচুপি' হয়েছে এবং তারা নির্বাচন বয়কট পর্যন্তও করতে পারে। তাই আসুন এসব কিছুর আগেই আমরা সাধারণ জনগণরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যপারে নিজেরা সচেতন হই।
আপনাদের লিখাটি ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে।

No comments:
Post a Comment