Sunday 5 January 2014

১০ ভাগ ভোট পড়েছে : বাংলাদেশ মানবাধিকার কমিশন

রোববারের জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ১০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন। রোববার কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ স্বাক্সরিত এক বিবৃতিতে বলা হয়, ভোট কেন্দ্রগুলোতে ভোটার ছিলো খুবই স্বল্প সংখ্যক। বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো শতকরা শূণ্য ভাগ থেকে ১০ ভাগ পর্যন্ত।  কিছু কিছু  কেন্দ্রে ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ওই সব আসনে সর্বোচ্চ ২০ থেকে ২৫ ভাগের বেশি ভোট পড়েনি। নির্বাচনকালে ১৫ জন নিহত ও দুই হাজার মানুষ আহত হয়েছে। ভোট স্থগিত হয়েছে ১৪৯ টি কেন্দ্রে । 
বিবৃতিতে আরো বলা হয়, রাজধানীর বেশকিছু কেন্দ্র ভোটারবিহীন থাকলেও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিনিধিরা আসলেই হঠাৎ করে ৪০-৫০ জন দলীয় কর্মী লাইন ধরে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কমিশনের বিবৃতিতে বলা হয়, ১০ ভাগ ভোটার উপস্থিতির নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলা যায়না। এজন্য তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন তফসিল দেয়ার দাবি জানান। আগেই নির্বাচিত ১৫৩ আসনের ফলাফলও বাতিলের দাবি জানান তারা।

No comments:

Post a Comment