Sunday 5 January 2014

ভোট পড়েছে ১০ শতাংশেরও কম : ফেমা

ফেয়ার ইলেকশন মনিটিরিং এ্যালায়েন্স (ফেমা ) এর প্রধান মুনিরা খান জানিয়েছেন, আজকের নির্বাচনে সব মিলিয়ে ১০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছেন। বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪কে তিনি একথা বলেন। তিনি জানান, ”আমি নিজে রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমি খুব কম ভোটরের উপস্থিতি দেখেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আমাদের পর্যবেক্ষকরা যেসব খবর দিয়েছেন তাতেও ১০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানা গেছে। তিনি জানান, রাজধানীর অনেক কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টও জানাতে পারেন নি তিনি কোন প্রার্থীর পোলিং এজেন্ট। 
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc5Mg==&s=MjM=

No comments:

Post a Comment