Sunday 5 January 2014

ঢাকা ৬ আসনের কবি নজরুল কেন্দ্রে জাল ভোটের উত্সব (ভিডিও )



কবি নজরুল কেন্দ্রে, যেখানে সকাল থেকে কোন ভোটারই ছিল না সেখানে পড়তে থাকে দেদারসে জাল ভোট। ধরা পড়ে একুশের ক্যামেরায়। প্রিসাইডিং অফিসার জাল ভোটারকে উঁচু গলায় বলছিলো- "কোন সমস্যা নাই।" 
আর একদম হাতেনাতে ধরা পড়ে ইসলামিয়া মাহমুদিয়া কড়াইল মাদ্রাসা কেন্দ্রের জাল ভোটাররা। ক্যামেরার সামনে দেখা যায় তিন-চারজন মিলে জাল ভোট দিচ্ছে আর দিচ্ছে।
বি.দ্র.- নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ইলিয়াস হোসেন নামে এই রিপোর্টারকে রাত দশটার দিকে ডিজিএফআই ডেকে পাঠিয়েছে।

No comments:

Post a Comment