Sunday 5 January 2014

লালমনিরহাটের ৩১ কেন্দ্রে কোনো ভোট পড়েনি


শীর্ষ নিউজ ডটকম, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি । এ কেন্দ্রগুলো হলো- বড়বাড়ী, পঞ্চগ্রাম, কুলাঘাট, মহেন্দ্রনগন ও হারাটি ।

সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাগণ শীর্ষ নিউজকে এ তথ্য জানান।

সকাল থেকে এসব কেন্দ্রে কোন ভোটার চোখে পড়েনি । এমনকি এ কেন্দ্রগুলোতে কোন প্রার্থীর এজেন্ট পর্যন্ত ছিল না । নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রগুলোতে অলস সময় কাটাতে দেখা গেছে ।

তবে স্থানীয়রা জানান, পছন্দের প্রার্থী না থাকায় তারা ভোট দিতে যায়নি।


স্থানীয়রা আরও জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুুলুর লালমনিরহাটে অবস্থান খুব শক্তিশালী ও এসব ইউনিয়নের বিএনপির অবস্থানও বেশ শক্তিশালী। আসাদুল হাবিব দুলু বিগত বিএনপি জোট সরকারের আমলে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে। তিনি নির্বাচন করতে না পারায় স্থানীয়রা ভোট দিয়ে যায়নি। - See more at: http://www.sheershanews.com/2014/01/05/20621#sthash.PmAIbSgM.yqL0p8MP.dpuf

No comments:

Post a Comment