Thursday, 19 September 2013

মাদ্রাসায় আ.লীগের দেয়া আগুনে পুড়লো কোরআন শরীফ



ফেনী: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সংলগ্ন আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দেয়া আগুনে কোরআন শরীফ পুড়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা নুরুল আফসার সবুজের নেতৃত্বে সরকারদলীয় নেতাকর্মীরা পিকেটারদের ধাওয়া দিলে তারা ওই মাদ্রাসায় ও আশপাশের বাড়িতে আশ্রয় নেয়।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাদ্রাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফেনী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই টিনশেড ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই সঙ্গে মাদ্রাসায় রক্ষিত কোরআন শরীফ ও আরবী গ্রন্থগুলোও ভস্মীভূত হয়ে যায়।

আগুন দেখে পার্শ্ববর্তী বাড়ি থেকে শোর-চিৎকার করলে বৃদ্ধ ওবায়দুল হককেও (৮৭) হামলাকারীরা মারধর করে। ঘরের সামনে থাকা ব্যবসায়ী একরামুল হক হীরার মোটরসাইকেলটিও তারা পুড়িয়ে দেয়।

খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন পুলিশের একটি টিম নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

No comments:

Post a Comment