গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নিহত হওয়া মানুষের সংখ্যা ৩ লাখ বলতে গিয়ে ভুল করে ৩০ লাখ বলেছিলেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘দেশপ্রেমিক অকুতোভয় সাংবাদিক মরহুম আতাউস সামাদের স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, ‘সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ৩০ লাখ লোককে হত্যা করা সহজ কথা নয়। শেখ মুজিব ৩ লাখ বলতে গিয়ে ভুল করে ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ মানুষ মুক্তিযুদ্ধে নিহত হওয়ার কথা বলে ফেলেন। কিন্তু তাঁর সে ভুল কেউ ধরিয়ে দেয় নাই।
http://www.newsevent24.com/?p=64075
No comments:
Post a Comment