I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Tuesday, 13 August 2013
আওয়ামী পুলিশ ..আমরা তোমাদের নির্যাতনের কথা ভুলি নাই ..ছবি কথা বলে
বাংলাদেশের পুলিশ সব সময় সরকারের ক্রিয়ানক হিসাবে কাজ করে .কিন্তু বর্তমান সরকারের সময় পুলিশ অতীতের সব রেকর্ড ভেঙ্গে দলীয় ভাবে ব্যবহার হচ্ছে ..পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে তারা দলীয় কর্মী ..সরকার যেভাবে বিরোধী দলকে সহ্য করতে পারছে না , ঠিক একইভাবে পুলিশ ও ..শুধু পুলিশ না পুলিশের ছত্রছায়ায় সরকারী দলের লোকজন বিরোধীদলের উপর নির্যাতন করছে . পুলিশের এই রকম নির্যাতন নিয়েই আজকের এই লেখা ..বাংলাদেশের পুলিশ না মানছে পুলিশের কোনো আইনি স্ট্যান্ডার্ড না মানছে মানবাধিকার ..অহরহ পুলিশের নির্যাতনের শিকার হচ্ছে নারী পুরুষ,এমনকি এই জঘন্য পুলিশেরা থানার ভিতর মেয়েদেরকে গ্রেপ্তার করে রাতভর ধর্ষণ করেছে...এইসব পুলিশ জানোয়ারেরা মায়ের সামনে মেয়েকে বেধে ধর্ষণ করেছে..সরকার দলীয় লোকজনদের রাস্তায় নেমের ভাংচুর করলে ও পুলিশ প্রটেকশন দিচ্ছে অন্য দিকে বিরোধীদলের লোকজন রাস্তায় নামলেই গুলি করার নির্দেশ দিয়েছে আওয়ামী পুলিশ ..গত কয়েকদিন ধরে পুলিশের শিবির দেখলেই গুলি করার আদেশ মানা হচ্ছে সারা দেশে ..এই কারণে পুলিশের গুলিতে বগুড়ায় ৪ জন চট্রগ্রামে ৪ জন এবং কক্সবাজারে ৭ জন শাহাদাত বরণ করে।। নিচে দেখুন বাংলাদেশের পুলিশের গত কয়েক বছর ধরে (২০০৯-২০১৩)বিরোধীদের উপর চালানোর কিছু ভয়াভহ নির্যাতনের চিত্র .. পুলিশ আমরা তোমাদের ভুলি নাই ...ভুলি নাই তোমাদের ভুলবো না ...শিগ্রই আমরা আন্তর্জার্তিকভাবে তোমাদের বিরুদ্বে একশনে যাব ..তোমরা বাংলাদেশে থেকে মনে করেছ সরকারের পদলেহন করে বেছে যাবে , কিন্তু না আমরা শিগ্রই আমাদের মা বাবা ভাইবোনদের উপর নির্যাতনের প্রতিশোধ নিবো . প্রিয় পাঠক আপনি যদি আওয়ামী পুলিশের কোনো নির্যাতনের এক্সক্লুসিভ ছবি পান অবশ্যই আমাদেরকে ইমেইল করবেন ..awamibrutality@yahoo.co.uk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment