নতুন বার্তা ডেস্ক
এবার আর এক, দুই, তিন, চার করে বলব না যে এই করুন, সেই করুন। আপনাদের এমন সাতটি ওয়েবসাইটের হদিশ দেব যা এক কথায় অসাধারণ! আপনার আশপাশের দুনিয়া সম্পর্কে আরও খানিকটা ওয়াকিবহাল হন, মগজাস্ত্রটি শানিয়ে নিন।
১. ওপেন কালচার
কী বিষয়ক: শিক্ষা ও সংস্কৃতিমূলক ২০০৬ সালে এই ওয়েবসাইটি যাত্রা শুরু। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অভিনব তথ্য তো পাওয়া যায়ই, সেই সঙ্গে লার্নিং এবং এন্টারটেনমেন্টের ফ্রি অনলাইন কোর্সও আছে। তথ্য সহায়ক পৃথিবীর সব সেরা বিশ্ববিদ্যালয়, অডিও বুক, ই-বুক। ব্রেন লিফ্ট: এদের নতুন জ্যাজ আর্কাইভে রয়েছে লুই আর্মস্ট্রং এবং অন্যান্য প্রবাদপ্রতীম মিউজিশিয়ানদের স্যান ফ্রানসিসকোয় বিভিন্ন অনুষ্ঠান। http://www.openculture.com
২. টেড-এড
কী বিষয়ক: শিক্ষক ও পড়ুয়াদের কথা মাথায় রেখে বানানো। বিভিন্ন রকমের শিক্ষামূলক ভিডিও আছে এখানে। টেড এন্টারপ্রাইজের উদ্যোগ। লেসন প্ল্যান থেকে শুরু করে কুইজ, ডিসকাশন কোয়েশ্চেন-- এই সবই রয়েছে। ব্রেন লিফ্ট: ইনসাইড ওকে কিউপিড: দ্য ম্যাথ অফ অনলাইন ডেটিং http://ed.ted.com
৩. জুনিভার্স
কী বিষয়ক: বিভিন্ন রকমের সিটিজন সায়েন্স প্রোজেক্টে কনট্রিবিউশন ও পার্টিসিপেশনের জন্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৈজ্ঞানিক উদ্ভাবনে অংশগ্রহন করতে চাইলে এই সাইটে আপনাকে আসতেই হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.zooniverse.org।
৪. হাউ স্টাফ ওয়র্কস
কী বিষয়ক: বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে গেলে এই ওয়েবসাইটে আপনাকে আসতেই হবে।
গাড়ি সারানোর মতো কাজ থেকে শুরু করে জিও ফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-- সব বিষয়েই তথ্য পাবেন এখানে। রয়েছে ভিডিও, কুইজ, ব্লগ, গেমস। ক্লিক করুন--- www.howstuffworks.com
৫. আনপ্লাগ দ্য টিভি
কী বিষয়ক: বিভিন্ন রকমের এন্টারটেনিং এবং এডুকেশনাল ভিডিও রয়েছে। আরও জানতে চান? তাহলে ক্লিক করে দেখুন unplugthetv.com।
৬. দিস আমেরিকান লাইফ
কী বিষয়ক: একটি পাবলিক রেডিও শো যেখানে এক একদিন এক এক রকম থিম সেট করা হয়। মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন সেখানে। কৌতূহল হচ্ছে? তাহলে ক্লিক করে দেখুন-- www.thisamericanlife.org
৭. ফ্রি রাইস
কী বিষয়ক: ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। খিদের সঙ্গে লড়াই করতে শেখায় এই ওয়েবসাইট। আরও জানতে ক্লিক করে দেখুন http://freerice.com
http://www.natunbarta.com/si-tech/2013/07/21/36408/48281a170bf67f13f2f445b220b242a5
১. ওপেন কালচার
কী বিষয়ক: শিক্ষা ও সংস্কৃতিমূলক ২০০৬ সালে এই ওয়েবসাইটি যাত্রা শুরু। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অভিনব তথ্য তো পাওয়া যায়ই, সেই সঙ্গে লার্নিং এবং এন্টারটেনমেন্টের ফ্রি অনলাইন কোর্সও আছে। তথ্য সহায়ক পৃথিবীর সব সেরা বিশ্ববিদ্যালয়, অডিও বুক, ই-বুক। ব্রেন লিফ্ট: এদের নতুন জ্যাজ আর্কাইভে রয়েছে লুই আর্মস্ট্রং এবং অন্যান্য প্রবাদপ্রতীম মিউজিশিয়ানদের স্যান ফ্রানসিসকোয় বিভিন্ন অনুষ্ঠান। http://www.openculture.com
২. টেড-এড
কী বিষয়ক: শিক্ষক ও পড়ুয়াদের কথা মাথায় রেখে বানানো। বিভিন্ন রকমের শিক্ষামূলক ভিডিও আছে এখানে। টেড এন্টারপ্রাইজের উদ্যোগ। লেসন প্ল্যান থেকে শুরু করে কুইজ, ডিসকাশন কোয়েশ্চেন-- এই সবই রয়েছে। ব্রেন লিফ্ট: ইনসাইড ওকে কিউপিড: দ্য ম্যাথ অফ অনলাইন ডেটিং http://ed.ted.com
৩. জুনিভার্স
কী বিষয়ক: বিভিন্ন রকমের সিটিজন সায়েন্স প্রোজেক্টে কনট্রিবিউশন ও পার্টিসিপেশনের জন্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৈজ্ঞানিক উদ্ভাবনে অংশগ্রহন করতে চাইলে এই সাইটে আপনাকে আসতেই হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.zooniverse.org।
৪. হাউ স্টাফ ওয়র্কস
কী বিষয়ক: বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে গেলে এই ওয়েবসাইটে আপনাকে আসতেই হবে।
গাড়ি সারানোর মতো কাজ থেকে শুরু করে জিও ফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-- সব বিষয়েই তথ্য পাবেন এখানে। রয়েছে ভিডিও, কুইজ, ব্লগ, গেমস। ক্লিক করুন--- www.howstuffworks.com
৫. আনপ্লাগ দ্য টিভি
কী বিষয়ক: বিভিন্ন রকমের এন্টারটেনিং এবং এডুকেশনাল ভিডিও রয়েছে। আরও জানতে চান? তাহলে ক্লিক করে দেখুন unplugthetv.com।
৬. দিস আমেরিকান লাইফ
কী বিষয়ক: একটি পাবলিক রেডিও শো যেখানে এক একদিন এক এক রকম থিম সেট করা হয়। মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন সেখানে। কৌতূহল হচ্ছে? তাহলে ক্লিক করে দেখুন-- www.thisamericanlife.org
৭. ফ্রি রাইস
কী বিষয়ক: ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। খিদের সঙ্গে লড়াই করতে শেখায় এই ওয়েবসাইট। আরও জানতে ক্লিক করে দেখুন http://freerice.com
http://www.natunbarta.com/si-tech/2013/07/21/36408/48281a170bf67f13f2f445b220b242a5
No comments:
Post a Comment