Monday, 29 July 2013

‘মুরসিকে সরাতে সিসিকে শত কোটি ডলার’ দেয় সৌদি বাদশা আব্দুল্লাহ

‘মুরসিকে সরাতে সিসিকে দেয়া হয় শত কোটি ডলার’
 মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে দেশটির সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসিকে একশ’ কোটি ডলার দিয়েছে সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। সৌদি আরবের বিখ্যাত রাজনৈতিক সংগঠনক মুজতাহিদ এ তথ্য ফাঁস করে দিয়েছেন। এর আগেও তিনি সৌদি সরকারের নানা অপকর্মের তথ্য ফাঁস করেছেন।

তবে মিশরের চলমান গণআন্দোলন ঠেকাতে সেনাপ্রধান ব্যর্থ হওয়ায় সৌদি আরব উদ্বেগের মধ্যে রয়েছে। মুজতাহিদ বলেছেন, এখন মিশরের সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলে সবচেয়ে বিপদে পড়বে সৌদি রাজা আব্দুল্লাহ। এ কারণে মিশরীয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতাকেও সমর্থন দিয়ে যাচ্ছে রিয়াদ। ঈদুল ফিতরের আগেই মিশরের চলমান আন্দোলন দমাতে চাইছে তারা।

মুজতাহিদের তথ্যমতে, মিশরের সামরিক সরকারের প্রতি ইউরোপ ও আমেরিকার সমর্থন বজায় রাখতে সৌদি রাজা সব ধরনের কূটনৈতিক সমর্থন দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গত ৩ জুলাই মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে সেনাপ্রধান আল-সিসি। এরপর থেকেই দেশজুড়ে মুরসির দল ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বে আন্দোলন চলছে।#

http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/51577-%E2%80%98%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B6%E0%A6%A4-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99

No comments:

Post a Comment