Friday, 28 June 2013

আমেরিকায় বাংলাদেশী পণ্যের বাণিজ্য সুবিধা স্থগিত

ওয়াশিংটন: আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা বা জিএসপি স্থগিত করেছে মার্কিন সরকার।
বৃহস্পতিবার রাতে (বাংলাড়েশ সময়) একটি সিনেট কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়।

বাংলাদেশে শ্রমিকদের কাজের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

আমেরিকা বলছে বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত থাকবে।
আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত বিবিসিকে জানিয়েছেন, সিনেটের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবার দুমাস পর এই স্থগিতাদেশ কার্যকর হবে।ছয় মাস পর এটি পর্যালোচনা করা হবে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আমেরিকান এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।

যাতে আরো বলা হয়েছে বাংলাদেশ শ্রমিকদের অধিকার সুরক্ষায় ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে।
সেই বিবেচনায় বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের আহবান জানিয়েছে সরকার।

গত কয়েকবছর ধরেই বাংলাদেশের শ্রমিকদের পোশাক কাজের পরিস্থিতি বিপদজনক উল্লেখ করে, আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা বাতিল বা স্থগিত রাখা হবে কিনা সে নিয়ে আলোচনা চলছিল।

গত বছরের নভেম্বরের শেষের দিকে ঢাকার কাছে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১০ জনের মৃত্যু এবং তারপর মাত্র পাঁচ মাসের মাথায় সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার ১০০ বেশি শ্রমিক নিহত হওয়ার পর এ বিষয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নিয়ে মার্কিন নির্বাচিত প্রতিনিধি এবং শ্রমিক অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনের চাপ বাড়তে থাকে।

এমন পটভূমিতে আমেরিকান সরকার জিএসপি স্থগিতের ঘোষণা দিল। সূত্র: বিবিসি।

http://www.natunbarta.com/national/2013/06/28/32921/adae6c6d27074e010d0652b121cfb1e4

No comments:

Post a Comment