Friday, 15 March 2013

পুলিশ ও আওয়ামীলীগের নারকীয় হত্যাযজ্ঞ।একদিনে গুলি করে মানুষ খুনের রেকর্ড।শহীদ ৬৫


আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সারাদেশ। বিক্ষুব্ধ সাঈদী ভক্তদের ওপর ইতিহাসের বর্বর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ ও সরকারের পেটোয়া বাহিনী। যা ৭১ সালের বর্বরতাকে ও হার মানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ পুলিশ ও কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাত ৯টায় ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল। সারাদেশে আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়েছে শত শত মানুষ। থানা অবরোধ, পুলিশ ফাঁড়ি ঘেরাও, রেললাইন উপড়ে ফেলা, যানবাহন ভাংচুরসহ পুরো দেশ হয়ে পড়েছে রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারাদেশে পুলিশ, র্যাব,
বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি, এপিবিএন ও রিজার্ভ পুলিশের এ
সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী পুলিশের গুলিতে ঢাকার মিরপুরে ১ ও উত্তরায় ১, সাতক্ষীরায় ১১, ঠাকুরগাঁওয়ে ৭, রংপুরে ৮, গাইবান্ধায় তিন পুলিশ ও ২ জামায়াত কর্মী, নোয়াখালীতে ৪, চাঁপাইনবাবগঞ্জে ২, কক্সবাজারে ২, দিনাজপুরে ২, চট্টগ্রামের লোহাগাড়ায় এক কনস্টেলবসহ ২, সাতকানিয়ায় ২, নাটোরে ১, সিরাজগঞ্জে ২, মৌলভীবাজারে ২ ও বগুড়ায় ১ জন নিহত হয়েছে। এছাড়া বৃষ্টির মতো গুলিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে এক নজিরবিহীন আতঙ্ক সৃষ্টি হয়েছে। গাইবান্ধায় বিক্ষুব্ধ জনতার পিটুনির শিকার হয়ে মারা গেছে তিন পুলিশ সদস্য। চট্টগ্রামের লোহাগাড়ায় পিকেটারদের ইটের আঘাতে মারা গেছে একজন পুলিশ কনস্টেবল। পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ওপর যৌথভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা
আজকের ইতিহাসের এই বর্বরতম দিনের কিছু চিত্র আপনাদের দেখাবো এখন …….
1_Ognigorva photo-25.jpg photo (2) photo (3) photo (4) photo (6) photo (1) photo (10) photo (7) photo (8) photo (9) photo (14) photo (13) photo (12) photo (15) photo (16) photo (17) photo (18) photo (19) photo (20) photo (21) photo (23) photo (24) photo (25) photo (26) photo (27) photo (28) photo (29) photo (30) photo (31)
পুলিশের এই নৃশংসতার ভিডিও দেখুন

ওহ কি জঘন্য ..আর ধৈর্য্য মানছে না …পুলিশ ও আওয়ামীলীগ আমরা তোমাদের ভুলবো না …..আমাদের ভাইদের উপর নির্বিচারে গুলির প্রতিশোধ নিব ইনসাল্লাহ

No comments:

Post a Comment