Saturday, 16 March 2013

হায় হায় এইডা কি হইলো,সাইদী নয় ভানু সাহাকে ধর্ষণ করতেন ওলামালীগ নেতা

আন্তর্জাতিক কমেডি ট্রাইবুনাল সাইদীর বিরুদ্বে যে অভিযোগ গ্রহণ করেছে, তা যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত সেটা খুব ভালো ভাবেই প্রকাশ পাচ্ছে .......রাষ্ট্রপক্ষ সাইদীর বিরুদ্বে ৫ জন সাক্ষী হাজির করেছে , ৫ জনই চোর ...আসলেই ওরা তো আওয়ামীলীগ করে , জাতির আব্বা (আমার না ) কৈছে মানুষে পায় স্বর্ণের খনি আর আমি পাই চোরের খনি ...সেই কথাকে ঠিক রাখতে অব্যাহতভাবে চুরি করে যাচ্ছে জাতির পিতার সন্তানেরা .......... আর এই বিচার ও সাক্ষী যে দুর্বল তা স্বীকার করেছেন কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গমেনের ওয়েবসাইটে 
Sayedee first witness summary.. 
এই শিরোনামে ...... 

আজকে সাইদীর বিরুদ্বে সাক্ষী দিতে আসা সাক্ষী মাহতাব উদ্দিনের সাক্ষ্যে প্রকাশ পেয়েছে যে ভানু সাহার সাথে বিয়ে না করেই তারই বাড়িতে বাস করতেন শান্তি কমিটির নেতা মোসলেম মাওলানা। যিনি বর্তমানে ডিজিটাল ওলামা লীগের সভাপতি     

এর আগে চতুর্থ সাক্ষী সুলতান আহমদ হাওলাদার মাওলানা সাঈদীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, মাওলানা সাঈদী ভানু সাহাকে নিয়মিত ধর্ষণ করতেন মুক্তিযুদ্ধ চলাকালে। তারও আগে অন্য সাক্ষীরা বলেছিলেন, পাক আর্মি ভানু সাহা এবং ছবি রায় নামে আরো এক মহিলাকে আটকে রেখে মাসের পর মাস উপর্যুপরি ধর্ষণ করত 

আজ মাহতাব উদ্দিন জেরার সময় বললেন ভানু সাহাকে নিয়ে তারই বাড়িতে বাস করতেন শান্তি কমিটির নেতা মোসলেম মাওলানা ও বর্তমান ওলামা লীগের সভাপতি ... 

তাইলে ঘটনা কি হইলো ...সাইদীর বিরুদ্বে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ............ইনসাল্লাহ এইভাবেই মিথ্যারা পরাজিত হবেই    

সূত্র দৈনিক নয়া দিগন্ত ... 

No comments:

Post a Comment