Saturday, 16 March 2013

হুমায়ূন আহমেদের মৃত্যু ,আর সাইদীর মৃত্যুর গুজবে সেকুলার ও ইসলামিস্টদের প্রতিক্রিয়ার পার্থক্য

ফেসবুকে হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে খেমেনী ইহসানের একটি অসাধারণ স্টাটাস .... 

@@হুমায়ুন আহমেদের মৃত্যুর ঘটনায় যদি শোকাহত আছি তবে একটা ব্যাপার দেখে বেশ ভাল লাগছে, বাংলাদেশে সেক্যুলারদের তুলনায় ইসলামিস্টদের আদব সৌন্দর্যময়। সেক্যুলারদের তুলনায় ইসলামিস্টরা রহমদীল। কয়েক দিন সাঈদী মরনের খবর নিয়া সেক্যুলাররা যেই উল্লাস প্রকাশ করেছিল তা দেখলে যে কেউই বমি না করে পারতেছিল না। কিন্তু কাল হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর শুনে ইসলামিস্টরা যেভাবে শোক জানাইতেছেন, তাতে বুঝা যায় তারা মানুষ হিসেবে অনেক বড় সংবেদনশীল এবং শোকার্ত হওয়ার সামর্থ রাখে। এই রাজনৈতিক তাত্পর্যপূর্ণ সময়কে বুঝতে হলে আমাদের এসব খেয়াল রাখতে হবে। যেমন খেয়াল রাখতে হবে শেখ হাসিনাকে গ্রেফতার করে আঙুল ভেঙ্গে দিলে ইসলামিস্টরা কেঁদে ওঠেন, প্রতিবাদে বিবৃতি দেন এবং তরুণতর কেউ কেউ জরুরি অবস্থা ভেঙ্গে হলেও মিছিল করেন অথচ গোলাম আজমের মত বুড়ো লোক গ্রেফতার হলে সেক্যুলার গরম ডিম ঢুকানো ও রিমান্ডে নিয়ে নির্যাতন করার দাবি জানান। বাংলাদেশের ইসলামিস্টরা যদি মানুষ হিসেবে সংবেদনশীল-রহমদীল থাকার ব্যাপারটা অব্যাহত রাখে আশা করা যায় একদিন তারা পরিপূর্ণ মুমিন-মুসলমান হতে পারবে। আর সেক্যুলাররা যদি অসংবদনশীল-প্রতিশোধ পরায়ণ থাকে তবে তারা অমানুষ বিবেচিত হতে হতে একদিন পরাস্ত হবেই হবো ... 

এই দিকে হুমাউন আহমেদের মৃত্যুতে জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও শোক প্রকাশ করেছেন ... 



আরেকটি পেইজ তাফহিমুল কুরআনের প্রতিক্রিয়া ফেসবুকে 




কয়েক দিন আগে বারডেমে থাকার সময় আল্লামা সাইদীর মৃত্যুর গুজবে ধর্মহীনদের উল্লাস .... 
এসবি ব্লগের একটি পোস্ট থেকে সংগ্রহ করা নিচের স্ক্রিন শটটি 








ধর্মহীনরা ইসলামিস্টদের নিয়ে যাহাই করুক , আচ্ছা হুমাউন আহমেদ নাস্তিক না আস্তিক ছিলেন , সেটি কি আমরা আল্লাহর উপর ছেড়ে দিতে পারি না ....আল্লাহ সিদ্বান্ত নিবেন উনি কি ছিলেন ..ইসলামিস্টরা তার আত্মার শান্তি কামনা করতে পারে ...আর উনি আস্তিক না নাস্তিক এটা নিয়ে সন্দেহ থাকলে প্রতিক্রিয়া ব্যক্ত না করাই ভালো নয় কি ? 

No comments:

Post a Comment