Saturday, 16 March 2013

বিজ্ঞানের যেই ১০টি আবিস্কার আমাদের জীবনকে বদলে দিয়েছে

প্রত্যেক বছর নতুন নতুন জিনিস আবিস্কার হচ্ছে . আর এই আবিষ্কারগুলোর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি...সেই আবিষ্কারগুলোর মাঝে কিছু আবিস্কার আছে যেগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ...এই জিনিসগুলো ছাড়া বর্তমান পৃথিবী অচল মনে হয় ..আজকে আমরা দেখে নিবো সেই রকম দশটি আবিস্কার যেগুলো আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে .. 



১)চাকা : চিন্তা করুন তো এই চাকা বিহীন এই পৃথিবী ...বাস ট্রাক , বিমান , ট্রেন এগুলো কি চাকা ছাড়া সম্ভব ? আর আমাদের দেশের জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর চাকা আবিস্কার না হলে কি এই গানটি গাইতে পারতেন ? আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে   ... শিল্প বিপ্লবের মূল ছিলো এই চাকা ...বিশ্বের শিল্প , টেকনোলজি ও অর্থনীতির প্রক্রিয়ায় এই চাকা বিশেষ অবদান রাখছে  




২)গ্রেগোরিয়ান ক্যালেন্ডার : গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মানব জাতির জন্য আশির্বাদ স্বরূপ ...১৫৮২ সালে এটি আবিস্কৃত হয় ..একে আগের জুলিয়ান মডেলের ক্যালেন্ডারের উন্নত ভার্সন মনে করা হয়   




৩)স্টিম ইঞ্জিন : মানুষ এমন একটি শক্তির সন্দ্বান করছিলো যেটি কখনো শেষ হবে না , সেই রকম সন্ধানের সময় স্টিম ইঞ্জিন আবিস্কার হলো , এবং পৃথিবী পেলো নতুন মাত্রা..পুরো শিল্প বিপ্লবের সময়ে গুরুত্বপূর্ন আবিস্কারের মধ্যে স্টিম ইঞ্জিন হলো অন্যতম ...   




৪)এমোনিয়া তৈরির হ্যাবার্স পদ্বতি আবিস্কার: শতাব্দীর একটি শ্রেষ্ট আবিস্কার ধরা হয় এটিকে ..নাইট্রোজেন ও হাইড্রজেন থেকে কম মূল্যে এমোনিয়া(এনএইচ৩) তৈরির প্রক্রিয়া হলো হ্যাবার্স পদ্বতি ...প্রত্যেক বছর ৫০০ মিলিয়ন টনের ও বেশি কৃত্তিম সার তৈরী করতে এই পদ্বতি ব্যবহার করা হয়   





৫)বাল্ব/বিদ্যুত : লাইট বা বিদ্যুত ছাড়া কি এই পৃথিবী কল্পনা করা যায় ? যতই বিদ্যুত আবিস্কার হোক না কেন , বাল্ব না থাকলে কিভাবে জ্বালাবেন লাইট ?এই লাইট আমাদের রাতের বেলা আলো দেয় , এতে বেশি কাজ করে ব্যবসা বানিজ্য সমৃদ্ব হচ্ছে  
কলকারখানা চালাতে , যে কোনো কাজে বিদ্যুত ছাড়া জীবন পরিচালনা অকল্পনীয়  




৬)ফ্লাইং মেশিন : ফ্লাইং মেশিন আবিস্কার হওয়ার ফলে মানুষের ভ্রমণ করার পদ্বতি পাল্টে গেছে .....জীবনে এনেছে গতি ও আরাম ...বিশ্বের বিভিন্ন দেশে কম সময়ে আমরা পৌঁছতে পারছি ..এই ফ্লাইং মেশিনের কারণেই মানুষ চাদে যেতে সক্ষম হয়েছে  




৭)ওয়ারল্যাস টেলিগ্রাফি: বাংলাদেশে যেই মোবাইল বিপ্লব অথবা দেশে থেকে বিদেশে প্রিয়জনের সাথে স্কাইপেতে ভিডি চ্যাট করছেন কার অবদান ? হা সেটা ওয়ারল্যাস টেলিগ্রাফির .. 




৮)ট্রানজিস্টার: বিংশ শতাব্দীর সেরা একটি আবিস্কার ..ট্রানজিস্টার ছাড়া বর্তমান ডিজিটাল অর্থনীতি দেখতে কি রকম 
হতো? গুগল , মাইক্রোসফট কি জায়ান্ট কোম্পানিতে পরিনত হতে পারতো ? ভেবে দেখুনতো ট্রানজিস্টার ছাড়া কম্পিউটার , রেডিও . টিভি কেমনে চলতো ? 




৯)আনবিক বোমা : যে কোনো আবিস্কারের ভালো এবং খারাপ দিক আছে ....যেমন এটম বোম্ব ...সেই ১৯৪৫ সালে জাপানের হিরোসিমা নগরীর কথা শুনলে গা শিউরে উঠে ...কিন্তু এটির একটি ভালো দিক হলো , বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর মাঝে শান্তি বজায় রাখছে ...  




১০)ইন্টারনেট : আপনি যেই এই পোস্টটি পড়ছেন , এটি ইন্টারনেটের অবদান ...আমরা যখনি ইন্টারনেটের কথা চিন্তা করি , তখনি ভাবি , আমরা কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করি , ইনফরমেশন শেয়ার করি , কোনো কাজ শেষ করা , ফেসবুক , টুইটার এমনকি টাকা বানানো , সবই ইন্টারনেটের মাধ্যমে সহজ হয়ে গেছে         

No comments:

Post a Comment