I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Friday, 15 March 2013
পুলিশের জন্য আসছে ভয়ঙ্কর দুসংবাদ..বিচার হতে পারে বিশেষ ট্রাইবুনালে
জামায়াত শিবিরের উপর সাম্প্রতিক পুলিশী তান্ডব, বিরোধীদলের কর্মীদের উপর পাখির মত গুলি বর্ষণ ও কারা অন্তরীণ নেতাদের উপর মানুষিক ও শারীরিক নির্যাতন এবং বিএনপি অফিস ভাঙ্গার সময় দলীয় কর্মীর ভূমিকা পালন করার কারণে পুলিশের উপর ধেয়ে আসছে ভয়ংকর দুসংবাদ .. গতকাল এই নিয়ে মানবজমিন পত্রিকা এনার বরাত দিয়ে জাতিসংঘ মিশন থেকে বাদ পড়তে পারে পুলিশ শিরোনামে খবর প্রকাশ করে ..এতে বলা হয়
মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা এবং নীতি-নৈতিকতা জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার পর্যবেক্ষকদের নজরে এসেছে বলেও অনুসন্ধানী এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ‘জাতিসংঘ থেকে বাংলাদেশের পুলিশ প্রত্যাহার হতে পারে’ শীর্ষক ওই সংবাদে বলা হয়েছে, ‘জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের সঙ্গে সংশ্লিষ্টদের অনেকেই পুলিশের জন্য মানবাধিকার সম্মত আচরণবিধির নিরিখে বাংলাদেশের পুলিশের আচরণ ও তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি বিচার বিশ্লেষণ শুরু করেছেন। দেখা যাচ্ছে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে পুলিশের আচরণ ভয়াবহ।’
এই খবর প্রকাশ পাওয়ার পর পুলিশের মাঝে তোলপাড় সৃষ্টি হয় ..আর এর পিছনে দায়ী করা হচ্ছে মেহেদী হাসান , বেনজির আহমেদ , ডিসি মনিরুল ও চট্রগ্রামের সেই কুখ্যাত ওসি প্রদীপ কুমারের মত অতি উত্সাহী পুলিশ নামক দলীয় ক্যাডারদের ..
ঢাকা মহানগরীর এই অতি উত্সাহী দলীয় পুলিশ মেহেদী হাসান , বেনজির আহমেদ , ডিসি মনিরুল এর বিরুদ্বে ক্ষোভ খোদ পুলিশ প্রশাসনে ..ইতিমধ্যে জাতিসংঘে মিশনে নিয়োজিত পুলিশ সদস্যরা ও এই সব দলীয় পুলিশদের অপসারণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে ..
এদিকে গত কয়েকদিনে জামায়াতের কিছু নেতাকে গ্রেপ্তারের পর বিশেষ করে সেলিম উদ্দিনকে রিমান্ড , তাসনীম আলম এটিএম আজহারকে ডান্ডাবেড়ী ও ডাক্তার শফিকুর রহমানকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে পুলিশ ..গোপন খবরে জানা যায় ইতিমধ্যে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার কর্মীরা এই নিয়ে খোজ খবর নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তুস্ট হয়ে পড়ে, এবং সরকারকে সেলিমউদ্দিন সহ বিরোধী কর্মীদের উপর নির্যাতনকারী পুলিশের উপর কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানায়
এদিকে বিএনপি অফিসে পুলিশী তান্ডবে ও চরমভাবে অসন্তুস্ট জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক কর্মকর্তা জানান বিরোধীদলের নেতাকর্মীদের উপর পুলিশী তান্ডব বন্ধ না হলে যে কোনো সময় জাতিসংঘের শান্তি মিশন থেকে পুলিশ বাহিনীকে দেশে পাঠিয়ে দেওয়া হবে .এবং সংশ্লিস্ট পুলিশ অফিসার যারা সেলিম উদ্দিন সহ বিরোধী নেতা কর্মীদের উপর তান্ডব চালাচ্ছেন তাদেরকে স্পেশাল ট্রাইবুনাল করে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন .
Labels:
পুলিশী বর্বরতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment