গত কয়েকদিন ধরে ঢাকার একটি বিখ্যাত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে , শতাব্দীর সেরা কমেডিয়ানদের নিয়ে , কমেডি উত্সব .......এই কমেডি উত্সবকে সফল করার জন্য বরাবরের মতই কমেডিয়ানদের ট্রেনিং দেওয়া হয়েছিল .....কমেডির কোন পর্যায়ে কি বলতে হবে , কিভাবে নিজের অজানা বিষয়ে ও কমেডি কর্তে হবে ....তার ট্রেনিং দেওয়া হয়েছিল ..... রিহার্সেলে কমেডিয়ানরা ভালো পারফরম্যান্সের করলে ও ফাইনাল স্টেজে এসে গোলমাল , তাল পাকিয়ে ফেললো ..... যখনি উনারা মঞ্চে এক এক জন করে পারফরম্যান্স কর্তে আসলেন , তখনি বাধলো বিপত্তি ......
কমেডিয়ানরা ডায়ালগ ভুলে গেছে .......প্রযোজকেরা তবু ও মনে রাখার জন্য হাতে চিরকুট ধরিয়ে দিলো .......কিন্তু মিথ্যা ডায়ালগ দিতে গিয়ে ধরা খেলেন দর্শকের সামনে ..... তাদের এই পারফরম্যান্সে হতাশ প্রযোজকগণ...হতাশ এই জাতি ও .....কত আশায় বসে রইলাম এই কমেডির শেষ পর্যন্ত কি হয় ....।
নাম না প্রকাশ করা শর্তে এক প্রযোজক বলেন , এই কমেডিয়ানদের দিয়ে কি হবে ? তারা আসল জায়গায় এসে সব ভুলে যাচ্ছে .... একেক জন কমেডিয়ানদের পিছনে কোটি টাকার ইনভেস্টম্যান্ট ......তাদেরকে কমেডি শো'তে ভালো পারফরম্যান্সের জন্য ঘরবাড়ি করে দেওয়া হলো .....নগদ টাকা দেওয়া হলো ...মঞ্চে ভালো পারফরম্যান্সে দেখাতে পারলে সামনে আরো দেওয়া হবে ..............কিন্তু কৌতুক অভিনেতাদের প্রথম ২ দিনের পারফরম্যান্স ছিলো হতাশ জনক .....ভুলে যাচ্ছে সব..অথবা মনে নেই রিহার্সেলের বিষয়গুলো .....
এই বিষয়ে এক কমেডিয়ান বলেন , বলেন আমার মাথা তো আর কম্পুটার না , ৪০০০ পৃষ্ঠার স্ক্রিপ্ট , কিভাবে মুখোস্ত রাখি ..আর আমার ই বা কি দোষ ...যারা স্ক্রিপ্ট লিখেছেন , তারাই তো ব্যালেন্স ধরে রাখতে পারে নি ....আর যেই কাহিনী অবলম্বনে আমাদের এই কমেডি , সেই সময় আমার বয়স ছিলো ১২ ......তাই কেম্নে এতো ডায়ালগ মনে রাখি ..... আপনারাই বলেন !!!!!!!!!!!
তাহলে কি প্রযোজকদের এই বিনিয়োগ কি ব্যর্থ হবে .....? না আমরা তা হতে দিতে পারি না .............আমরা কমেডি দেখতে চাই ...শতাব্দীর সেরা কমেডি!!!...... তাই প্রযোজকদের কাছে অনুরোধ প্লিজ আপনারা কমেডিয়ানদের জন্য হরলিক্সের ব্যবস্থা করেন .......যাতে স্বরণ শক্তি পুরা আইনেস্টাইনের উপ্রে দিয়ে যায় ....... ডায়ালগ যেন না ভুলে ....
আর হরলিক্স কাজ না দিলে প্লিজ এরেঞ্জ ডানো ফর দেম ...
আর আরেকটি কথা , এই কমেডি ফেস্টিভালের সব কলাকৌশুলি কিন্তু বাংলাদেশী .....তবু নাম ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভাল !!!!!!!!!!!!
(মূলত এটি একটি অলস মস্তিস্কের কাজ ....কুনো কিছুর সাথে মিলে গেলে আমি দায়ী না )
No comments:
Post a Comment