Saturday, 16 March 2013

স্যালুট আওয়ামীলীগের কামাল মজুমদারকে...একটি ভালো কাজের জন্য

ধন্যবাদ আওয়ামীলীগের কামাল মজুমদারকে গতকালকে আরটিভির একজন মহিলা সাংবাদিককে একটু বুঝিয়ে দেওয়ার জন্য ............ তবে আমি যে কোনো সাংবাদিক নির্যাতন বিরোধী ......কিন্তু যারা সর্বদা হলুদ সাংবাদিকতায় ব্যস্ত , যাদের পক্ষে দালালি করে , তাদের থেকে এই রকম মাঝে মাঝে পেলে খুব ভালো লাগো ..................কামাল মজুমদারের জন্য আবারো     

আমাকে কেউ ভুল বুজবেন না ... যারা সাংবাদিকতায় কাজ করেন , হয়তো এই রকম মাইরের ভয়ে লীগের বিরুদ্বে লিখে না .....গত কয়েকদিন ধরে ছাত্রলীগ দেশে যা করতেছে , এইটা যদি শিবির বা ছাত্রদল করতো ...তাহলে এই সব সাংবাদিক নামক কলংকরা দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দিয়ে দিতো ... 

২৮ ষে অক্টোবর ২০০৬ এ যখন জামায়াত শিবিরের ৬ জনকে শহীদ করা হলো , এরাই উল্টা খবর পরিবেশন করলো ........... যখন হাসিনার ছেলে জয়ের বিরুদ্বে দুর্নীতির খবর পরিবেশন করে , মাহমুদুর রহমান জেলে , তখন এদের মুখে কুলুপ এটে যায় ...জয়ের দুর্নীতির খবর আড়াল করার জন্য এরা ১০ ট্রাক অস্ত্র মামলার খবর প্রধান শিরোনাম করে ............ পিলখানা হত্যাকান্ডের জন্য এরা এক্সক্লুসিভ বা অনুসন্দ্বানী কোনো খবর করে না ........কিন্তু ব্যারিস্টার রাজ্জাককে কিভাবে আটকানো যায় , সেই খবর প্রচার করে .... 

এরাই বিএনপি জামায়াত শিবির আন্দোলন করলে তান্ডব , হিংস্রতা ইত্যদি শিরোনামে রিপোর্ট করে ...কিন্তু আম্লিক করলে জনতার ক্রোধ এই ভাবে সংবাদ পরিবেশন করে ........ 

এরা শেখ মুজিবের বাকশালের কোনো খবর দেয় না ........ কিন্তু কোথাও দাড়ি টুপি দেখলে জঙ্গি আবিস্কারে ব্যস্ত ..........এরা বাকশালের মাধ্যমে ৪ টি সংবাদপত্র ছাড়া সব পত্রিকায় বন্দ্বের খবর জাতিকে স্বরণ করিয়ে দেয় না , এরা সিরাজ সিকদারকে ক্রসফায়ারে কে মেরেছে তার খবর দেয় না .....কার ছেলে ব্যাংক ডাকাতি করেছে এই খবর জাতিকে জানায় না ..........এরাই দেশে যুদ্বপরাধীদের বিচারের নামে দেশকে বিভক্ত করে রেখেছে ....... 

এরাই বিচারের আগে ইসলামী আন্দোলনের নেতাদের মিডিয়া ট্রায়াল করতেছে ......এরাই সাইদী সাহেবের বিরুদ্বে যে চোর চামারদের সাক্ষ্য চলছে তা প্রকাশ করে না .....এরা শিবিরকে , কে কে ফিনান্স করে তার তালিকা করে , কিন্তু কে ইডেন থেকে ছাত্রী সাপ্লাই করে তার কোনো খবর দেয় না ...........এরা পরিমলকে বাচাতে , ছাত্রীদের দেখে নেওয়ার হুমকি দেয় .......এরাই পারসোনার সিসিটিভি কেলেঙ্কারিতে উটপাখির মত মাথা গুজে থাকে ........এরাই সবার আগে খবর পরিবর্তন করে দেয় .......... 

এরাই বিএনপির মুক্তিযোদ্বা সমাবেশ বানচালের জন্য উল্টা বিএনপি জামায়াতের দোষ দেখে ....কিন্তু এই কাজ যদি বিএনপি সরকার করতো , তাহলে বলতো বিএনপি জামায়াত রাজাকার ...মুক্তিযোদ্বাদের সমাবেশ বানচাল করে দিলো .....কিন্তু এটা যেহেতু লীগ দ্বারা হয়েছে ..তাই এরা সিন্ডিকেট সাংবাদিকতার মাধ্যমে সংবাদ পরিবর্তন করে দিলো ......... 

দেশে যখন দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত , এরা এখন আর সিন্ডিকেট দেখে না ...........এরা সুদাসদনের দুর্নীতি দেখে না , এরা এখন ও হাওয়া ভবনের খবর প্রকাশ করে ............ 

হাজারীর নির্যাতনে টিপুকে পঙ্গু হতে হয় , মুন্নি সাহাকে দেখে নেওয়ার হুমকে দেয় শামিম ওসমান ....সেই নির্লজ্ব মুন্নি সাহা, টিপুরাই আবার শামিম , হাজারীর গডফাদারদের পক্ষে সংবাদ পরিবেশন করে ... 

এরাই ভুমিখোর বসুন্দ্বরার বিপক্ষে কিছু লিখে না ...এরাই পিংকসিটিতে গিয়ে জঙ্গি আবিস্কার করে ... 

তবে যারাই একটু প্রকাশ করে , তারাই লীগের নির্যাতনের শিকার হচ্ছে ...আর বিএনপি জামায়াত যেহেতু এই কাজ পারে না , তাই তাদের উপর চলছে হলুদ সাংবাদিকদের নির্যাতন   

No comments:

Post a Comment