Friday, 15 March 2013

বুঝলাম ইন্ডিয়ান এয়ারটেল বর্জন করবেন..কিন্তু এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিভাবে বর্জন করবেন ?

undefined

সৈয়দ আশ্রাফ ... যার মতে ভারতীয় আর বাংলাদেশী একই জাতী, তাদের সংস্কৃতিও নাকি এক। ঐতিহ্যগতভাবে আমরা একই দেশের নাগরিক....সে বিয়েও করেছে একজন ভারতীয়...স্বাধীনতার পর সে এ দেশের চেয়ে ভারতেই বসবাস করেছে বেশী। 


কথাবার্তায় মনে হয় বাংলাদেশে নিযুক্ত ভারতের অর্থমন্ত্রী .......আবুল মাল আবুল মুহিত ...শেয়ার বাজার ধ্বংসের মূল হোতা ....ট্রানজিটে লাভ হবে না, এ বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: অর্থমন্ত্রী
বাংলাদেশকে ট্রানজিট কান্ট্রি বানাব : অর্থমন্ত্রী 



হিসু মনি .......নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভারতকে বাংলাদেশের নৌবন্দর ব্যবহার করতে দিলে লাভবান হব....


সুরঞ্জিত ..........ভারতের নিযুক্ত গ্রেট এজেন্ট ......উনি বলেছেন টিপাইমুখবাধ দিলে নাকি বাংলাদেশের ক্ষতি হবে না .. 


গহর রিজবী ...বাংলাদেশে নিযুক্ত সর্ব প্রধান ভারতীয় এজেন্ট ..........প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন ,ট্রানজিট-সুবিধায় ভারতের সাশ্রয়কৃত অর্থের ভাগ চাওয়া ঠিক হবে না X(X(


মশিউর রহমান ..... উপদেষ্টা ড. মশিউর রহমান বললেন, ট্রানজিট এর বিনিময়ে ভারতের কাছে আমরা ফি চাইতে গেলে অসভ্য দেশে ও অসভ্য জাতিতে পরিনত হব....
sb] X(X(


এই হইলো রেহমান সোবহান ...যিনি বলেছিলেন ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে 



উপরের ছবিটি প্রমান করে ,ট্রানজিট দেওয়ার পর বাংলাদেশ যেইভাবে সিঙ্গাপুর হয়ে গেলো :((:((/:)/:)

আসুন , চিন্তা করি ....এরা কি আসলেই বাংলাদেশের নাগরিক না ভারতের ?X(X(

No comments:

Post a Comment