Friday, 15 March 2013

ঠিক এইভাবেই ওরা ৭১ সালে আমজনতার উপরে ঝাপিয়ে পড়েছিল

আজ হলুদ মিডিয়াগুলো আমাদের সত্য জানতে দিচ্ছে না . ৭১ সালের আমরা প্রকৃত কোনো নিউজ দেখতে পারছি না ..কোনটা সত্য এবং কোনটা মিথ্যে সেটি ও আমরা যাচাই করতে পারছি না ..কিন্তু সত্যি কথা বলতে কি বর্তমান কিছু কার্যক্রম পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি কারা ৭১ সালে আমাদের দেশে হত্যা খুন ধর্ষণ করেছিল ....আজকে আপনাদের সেই ৭১ সালের লুটপাট , গুন্ডামির কিছু নমুনা দিলাম .



চট্টগ্রামে পুলিশ পাহারায় নগরীর একটি ইসলামিক পাঠাগার ভাংচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ক্যাডাররা। গতকাল সন্ধ্যায় খুলশী থানাধীন ওয়্যারলেস মোড়ে অবস্থিত ইসলামিক পাঠাগারে এই ভাংচুর, লুটপাট ও বইয়ে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক কমিশনার হিরনের অনুসারীরা এই ভাংচুর ও লুটপাট চালায়। 

আরো কিছু নমুনা দিলাম 









৭১ সালে এরা এইভাবে মদ খেয়ে হোটেলে মাতলামি করে স্বাধীনতার পর মুক্তিযুদ্বা সেজেছে ..

এই রকম হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি মানবতার সেবায় নিয়োজিত হাসপাতাল 




গতকাল রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে হামলা করেছে ছাত্রলীগের গুন্ডারা 




রংপুর রেটিনাতে হামলা করেছে জয় বাংলা স্লোগান দাতারা ..

স্বাধীন দেশে যারা এই রকম লুটপাট চালায় তারা ৭১ সালে কি করেছিল এটা বুঝতে কি রকেট সাইন্টিস্ট হতে হবে ? 

No comments:

Post a Comment