I am a blogger ..My blog nick name is chairman ..I try to find out the truth from injustice
Saturday 23 March 2013
জেনে নিন শিখ হাসিনার তান্ডব ও দেশ ব্যাপী গণহত্যার পিছনের কাহিনী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখদের হাতে নিহতের পর ইন্ডিয়াতে শিখ হিন্দু দাঙ্গা শুরু হয় ..এতে অসংখ্য শিখকে হত্যা ও নির্যাতন করা হয় ...তারই প্রতিশোধ হিসাবে শিখেরা রাজীব গান্ধীকে হত্যা করে ..এবং আবারো গান্ধী পরিবার থেকে কেউ প্রধানমন্ত্রী হলে খুন করবে ..এই কারণেই মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন ..ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শিখ হাসিনা শিখদের একই পলিসি গ্রহন করেছে ...মুজিব মারা যাওয়ার পর বাংলাদেশের আসার সময় হাসিনা বাংলাদেশীদের বিরুদ্বে তার বাপের হত্যার প্রতিশোধ নিবেন বলে অঙ্গীকার করেছিলেন।
আমরা শিখ হাসিনার কাছ থেকেই , বিডিয়ার হত্যা , শেয়ার বাজার লুন্ঠন, পদ্মা সেতুর দূর্নীতি , দেশব্যাপী নারকীয় তান্ডব ,২০০৬ সালের ২৮ শে অক্টোবরের লগি বৈঠার হত্যা , ২০১৩ সালের . যুদ্বপরাধ বিচারের নাম আলেম হত্যার চক্রান্ত এবং দেশকে গৃহযুদ্বের দিকে নিয়ে যাওয়া . ২৮ শে ফেব্রুয়ারি থেকে ৫ ই মার্চ পর্যন্ত দেশব্যাপী গণহত্যার মাধ্যমে সেই প্রতিশোধের বাস্তবায়ন দেখছি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment